
জামিরুল হক সুজন
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের সারপুকুর ইউনিয়নের রইসবাগ রেলস্টেশনে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকালে রেলওয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি উপকমিশনারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এক্সকাভেটর (ভেকু মেশিন) ব্যবহার করে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করা দোকানদারদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দেয়।
দোকান মালিকরা জানান, তারা দীর্ঘদিন ধরে খাজনা প্রদান করে দোকান চালিয়ে আসছেন এবং অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। দোকান ভাঙার পর তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। তাদের প্রশ্ন—“এখন সংসার চলবে কীভাবে?”
বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা বলেন, “রেলওয়ের জায়গা সরকারি সম্পত্তি। বহু বছর ধরে অবৈধভাবে দখল করে সেখানে দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সরকারি নির্দেশনায় ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
অভিযান চলাকালে এলাকাজুড়ে উপস্থিত ছিল রেলওয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও ডেংগু প্রতিরোধ: প্রার্থী নির্বাচন এখন দায়িত্বের প্রশ্ন