
হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবুর নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইউএনও কার্যালয়ে উপস্থিত হয়ে মতবিনিময় করেন এবং নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, মহিলাদলের সভাপতি শাহানাজ বেগম, সাধারণ সম্পাদক আফরোজা পারভিন ঝর্ণা, যুবদলের আহ্বায়ক আক্কাছ আলী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা প্রমুখ।
সাক্ষাৎকালে ইউএনও রোমানা রিয়াজ বলেন, সাপাহারের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসনের সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সকল শ্রেণির মানুষের সমন্বয় প্রয়োজন। তিনি সকলের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা কামনা করেন।সাপাহার যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন