
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক মনোনয়ন নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা। তারা দলের দেওয়া মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকালে মহাদেবপুর-বকের মোড় এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া হাজারো মানুষ জানান, তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, যা তারা মানতে পারছেন না।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত না নিয়েই ফজলে হুদা বাবুলকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ সিদ্ধান্ত দলীয় ভাঙন বাড়াতে পারে বলে তাদের আশঙ্কা। কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন এলাকার রাজনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিত পারভেজ আরোফিন সিদ্দিকী জনি জনগণের কাছে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার এই জনপ্রিয়তাকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে মাঠের রাজনীতি দুর্বল হয়ে পড়বে।
মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা আরও বলেন, মহাদেবপুর ও বদলগাছীর মানুষের কাছে জনিতেই আস্থা ও সমর্থন বেশি। তাকে বাদ দিয়ে মনোনয়ন ঘোষণা করা হলে নির্বাচনে দলের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দলীয় ঐক্য বজায় রাখতে এবং তৃণমূল বিএনপির প্রত্যাশা পূরণে কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত সঠিক সিদ্ধান্ত নেবে বলে তারা আশা প্রকাশ করেন।নওগাঁ-৪ আসনে বিএনপি মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
এ সময় বক্তারা ফজলে হুদা বাবুলের ঘোষিত মনোনয়ন বাতিল করে পারভেজ আরোফিন সিদ্দিকী জনিকে নওগাঁ-৩ আসনের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তাদের মতে, দলের প্রতি জনির ত্যাগ, নিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার যথাযথ মূল্যায়ন না হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ আরও বাড়বে এবং নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরীণ সংকট জটিল হয়ে উঠবে।
তৃণমূল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টি ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারা দ্রুত তৃণমূলের মতামত বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা করা হয়।