
মাজহারুল ইসলাম বাদল, নবীনগর উপজেলা প্রতিনিধিঃ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপির একাংশ। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার আলীয়াবাদ গোল চত্বর থেকে শুরু হয়ে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের শেষ প্রান্ত বাঙ্গরা বাজার পর্যন্ত টানা ১৩ কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচি আয়োজন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা। এতে উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী, সাধারণ মানুষ এবং উল্লেখযোগ্যসংখ্যক নারী অংশ নেন। অনেকেই হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে উপস্থিত হয়ে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।
নেতাকর্মীদের অভিযোগ, ২০০১, ২০০৮ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান নির্বাচনী মাঠে কার্যত উপস্থিত ছিলেন না এবং ধানের শীষ প্রতীকের প্রচারেও সক্রিয় ভূমিকা নেননি। এসব কারণে স্থানীয় জনগণ ও দলের নেতা–কর্মীরা তাকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের উপযুক্ত প্রার্থী হিসেবে দেখছেন না।নবীগঞ্জের জাহাঙ্গীর রানাকে নিউইয়র্কে সংবর্ধনা প্রদান
মানববন্ধনে পৌর বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। তারা বলেন, ঘোষিত মনোনয়ন দলীয় প্রত্যাশা পূরণ করতে পারেনি এবং স্থানীয়ভাবে হতাশা তৈরি করেছে। তাদের দাবি, প্রার্থী তালিকা সংশোধন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দেওয়া হলে বিএনপি এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
নেতাকর্মীরা আরও জানান, দীর্ঘ সময় ধরে নবীনগরে দলের যে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, তার অধিকাংশই তাপসের নেতৃত্বে হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে নির্বাচনী লাভের সম্ভাবনা কমে যাবে।
উল্লেখ্য, কাজী নাজমুল হোসেন তাপস ২০১৮ সালেও দলীয়ভাবে নবীনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তার জনপ্রিয়তা এবং দলের প্রতি অবদান বিবেচনায় স্থানীয় নেতা-কর্মীরা দ্রুততম সময়ে মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।