
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় জাতীয় নাগরিক পার্টির আয়োজন করা পরিচিতি সভা দলটির ভবিষ্যৎ দিকনির্দেশনা, রাজনৈতিক দর্শন এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয়কে নতুনভাবে সামনে নিয়ে আসে। ১৫ নভেম্বর ২০২৫ শনিবার সকাল ১১টায় গোস্তহাটির মোড়ে অবস্থিত মোল্লা কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নওগাঁ জেলা শাখার নেতারা বর্তমান রাজনৈতিক বাস্তবতা, দলের অবস্থান, গণমুখী রাজনৈতিক কর্মকৌশল এবং তৃণমূলে সংগঠন বিস্তারের বিভিন্ন দিক তুলে ধরেন।
দলীয় নেতাদের বক্তব্যে উঠে আসে যে রাজনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকাশক্তি জনগণ, আর সেই জনগণের পাশে থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনাই এনসিপির মূল লক্ষ্য। বক্তারা মনে করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া উচিত এবং গণমুখী উদ্যোগের মাধ্যমেই রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে জুলাই আন্দোলনের স্মৃতিতে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি সম্মান জানানো হয় এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রতি দলের গভীর অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
সভায় এনসিপি নওগাঁ জেলা শাখার আহবায়ক মাহফুজার রহমান চৌধুরী রুবেল দলীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন যে রাজনৈতিক কার্যক্রমে লবিংয়ের ভূমিকা থাকলেও তা যেন দলের ভেতরে বিভাজন সৃষ্টি না করে। তিনি সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন।
জুলাই আন্দোলনের উত্তরাঞ্চলের সংগঠক এবং নওগাঁ সদর–০৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুনিরা শারমিন অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও ফোনবার্তায় সভার প্রতি শুভকামনা জানান। তিনি দলের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ, নির্বাচনে অংশগ্রহণ এবং জুলাই সনদের বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার তারিকুল ইসলাম দিপু। সভায় ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়, যেখানে আহবায়ক হিসেবে দায়িত্ব পান মাহফুজার রহমান চৌধুরী রুবেল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান খন্দকার তারিকুল ইসলাম দিপু। এছাড়া দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, রানা জোয়ার্দারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন - নওগাঁর পোরশায় কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত