
আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে তিন সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ৩টায় উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রতিনিধি ডা. হামিদ উল্যাহ এবং পরিচালনা করেন এসটি বাংলা টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি আহসান হাবীব।
সভায় সাংবাদিকদের অংশগ্রহণে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত করতে আহবায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে সাধারণ সভা আহবান ও নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এই সময়সীমার মধ্যে সদস্য নিবন্ধন, উপ-কমিটি পুনর্বিন্যাস ও সাংগঠনিক কাঠামো যথাযথভাবে সাজানো হবে বলে সভায় আলোচনা হয়।
গঠিত আহবায়ক কমিটির নেতৃত্বে আছেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির। যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল বাসার। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন দৈনিক বাঙলার জাগরণ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ।
এ ছাড়াও কমিটির অন্যান্য সক্রিয় সদস্যদের মধ্যে আছেন চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন সুমন, দৈনিক সংবাদ-এর প্রতিনিধি দেলোয়ার হোসেন রাজু, বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি তানভীর ইরাক, আনন্দ টেলিভিশনের সামছু উদ্দিনসহ সুবর্ণচরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা। তারা সবাই প্রেসক্লাবের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং স্থানীয় গণমাধ্যমের আধুনিকায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় প্রয়াত দুই প্রবীণ সাংবাদিক মাষ্টার আহমদ উল্যাহ ও মাষ্টার আব্দুল কাইয়ুম-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের অবদান স্মরণ করে নেতৃবৃন্দ জানান, সুবর্ণচরের সাংবাদিক সমাজ তাঁদের কাজকে সম্মান ও দায়িত্ববোধের উদাহরণ হিসেবে ধরে রাখবে।
নতুন আহবায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পরপরই দ্রুত সাংগঠনিক কার্যক্রম চালু ও সদস্যদের পেশাগত স্বার্থ রক্ষায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলে জানানো হয়।