
এনায়েত করিম রাজিব
বাগেরহাট প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যান চত্বরে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবদলের বারোটি ইউনিটের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শাহেদ শমি বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক এসকে বদরুল আলম, সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিকদার ইমরান হোসাইন, পৌর যুবদলের আহ্বায়ক মো. সুমন পাইক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবুল হাসান। এছাড়া জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেলসহ আরও অনেকে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ। মোনাজাতে দেশের শান্তি, সার্বভৌমত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দলীয় ঐক্যেরও কামনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যিনি আজীবন আপসহীন ভূমিকা রেখেছেন, তাঁর জন্য এ কঠিন সময়ে প্রার্থনা করা প্রতিটি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন, দলের চ্যালেঞ্জপূর্ণ সময়ে দেশনেত্রীর সুস্থতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই যুবদলসহ দলের বিভিন্ন অঙ্গ-সংগঠন একযোগে দোয়া মাহফিল আয়োজন করছে।
এই আয়োজনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যই তাদের মূল কামনা। তাঁরা বিশ্বাস করেন, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতির স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতারাও দেশনেত্রীর সুস্বাস্থ্য কামনা করে সংগঠনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দোয়া মাহফিলকে ঘিরে পুরো স্বাধীনতা উদ্যান এলাকায় গড়ে ওঠে শান্ত ও ধর্মীয় আবহ। নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় খালেদা জিয়ার সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনার একটি সমাবেশে।