
সেলিম মাহবুবঃ
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাংবাদিক সমাজের এক নিবেদিত পরিচিত মুখ হাফিজুল হককে স্মরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টুকেরবাজারের মেজবান রেস্টুরেন্টে আয়োজনটি সম্পন্ন হয়। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সভায় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আলীম সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক আব্দুল জলিল অনুষ্ঠান পরিচালনা করেন। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রকিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান, প্রয়াত সাংবাদিকের পিতা আব্দুল লতিফ, সাংবাদিক মহলে নানা অবদান রাখা তৈয়বুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনিবাহী সদস্য সুহেল রানা, কুতুব উদ্দিন, আল মদিনা মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাংবাদিক মোহাম্মদ ঈসা তালুকদার এবং হানিফ মাহমুদ।
বক্তারা বলেন, হাফিজুল হক সাংবাদিকতার মূল নীতি ও আদর্শকে ধারণ করে দীর্ঘ সময় উপজেলাবাসীর তথ্যপ্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কাজ, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উপস্থিত ব্যক্তিরা পরিবারকে সমবেদনা জানান এবং প্রয়াত সাংবাদিকের অবদানকে স্মরণ রাখার আশাবাদ ব্যক্ত করেন।
গত ২৭ নভেম্বর ব্রেইন স্ট্রোক করে হাফিজুল হক সিলেটের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন এবং এলাকায় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক কাজে সক্রিয় ছিলেন।