
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির সাধারণ শিক্ষার্থী শাহরিয়ার খান নাফিজের উপর হামলার প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত এই আয়োজনে বহু শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বক্তারা হামলার জন্য ছাত্র শিবিরের নেতাকর্মীদের দায়ী করে দ্রুত গ্রেফতারের দাবি তোলেন এবং ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা আশা করেন।
মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য তুলে ধরে হামলার কারণ, ঘটনার পূর্বাপর পরিস্থিতি এবং স্থানীয় রাজনৈতিক প্রভাব সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাতকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পেলে ভবিষ্যতে এ ধরনের হামলা আরও বৃদ্ধি পেতে পারে। মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়ন এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের নেতারাও বক্তব্য রাখেন।
ঘটনার সূত্রপাত ঘটে গত ৬ নভেম্বর, যখন হবিগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জিল্লুর রহমান আযমী বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণিকক্ষে প্রবেশ করে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য রাখেন। সেই সময় শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয় এবং বিভিন্ন মহলে রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়।
ভিডিও নিয়ে বিতর্কের পর জনাব আলী সরকারি কলেজের ছাত্র শাহরিয়ার খান নাফিজ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং শ্রেণিকক্ষে রাজনৈতিক প্রচারণা বন্ধের আহ্বান করেন। তার বক্তব্যের কয়েকদিন পর থেকেই তাকে ভয়ভীতি দেখানো এবং বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সর্বশেষ ৮ ডিসেম্বর নন্দীপাড়া সড়কে ধারালো অস্ত্র ব্যবহার করে নাফিজকে হামলা করে আহত করার অভিযোগ উঠে বানিয়াচং উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আহমেদ আলীর নেতৃত্বে একটি গ্রুপের বিরুদ্ধে।
ঘটনার দিনই আহত ছাত্রের পিতা এবং বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানায়। অন্যদিকে শিবিরের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।