
ফাহিম উদ্দিম, পানছড়ি প্রতিনিধি :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন, ৯০ জন কৃষক পেলেন উন্নত চাষাবাদের কৌশল।
পানছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কাজুবাদাম ও কফি চাষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদের কৌশল শিখেছেন।
নওগাঁ জেলার পানছড়িতে কৃষকদের উন্নত প্রযুক্তিতে ফলজ চাষে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানছড়ি এবং পরিচালিত হয়েছে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প এর আওতায়।
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষণে কৃষি ব্লক লোগাং, বড় পানছড়ি, কালানাল, লতিবান, নালকাটা, উগলছড়ি, মরাটিলা ও ছোট পানছড়ি থেকে মোট ৯০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে কাজুবাদাম ও কফি চাষের আধুনিক কৌশল, মাটির উপযোগিতা, সেচ ব্যবস্থা, কীটনাশক ও রোগ নিয়ন্ত্রণ এবং বাজারজাতকরণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (ভা:) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি, মোঃ বাছিরুল আলম, এবং উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পানছড়ি উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সালাম ও কৃষি সম্প্রসারণ অফিসার ইব্রাহিম খলিল। তারা অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি আলাপচারিতা করেন এবং চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান প্রদান করেন।
কৃষকরা প্রশিক্ষণকে যুগোপযোগী ও অত্যন্ত সহায়ক হিসেবে উল্লেখ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের প্রশিক্ষণ তাদের আয়ের উন্নয়ন এবং স্থানীয় কৃষি খাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।