
নিজস্ব প্রতিবেদক বাকেরগঞ্জ :-বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকেরগঞ্জের দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডিজিএল মাধ্যমিক বিদ্যালয়ে দূর্গাপাশা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল হোসেন শিকদারের সভাপতিত্বে জাতীয় ও দলীও পতাকা উত্তোলন, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের ১ম পর্বের অনুষ্ঠান শুরু হয়। সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন ঘোষণা করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য স্বপন শিকদার। পরবর্তীতে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজানের সভাপতিত্বে গনতান্ত্রিক উপায়ে প্রার্থীতা ঘোষণা ও বক্তব্যের মধ্য দিয়ে ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এসময় সর্বসম্মতিক্রমে আবুল হোসেন শিকদার সভাপতি ও জাকির রাঢ়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, নাসির হাওলাদার, শিকদার খলিলুর রহমান,অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ,জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,রুহুল আমিন জোমাদ্দার, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হাওলাদার,উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।