
বিশেষ প্রতিবেদন :
নারায়ণগঞ্জ-৪ আসনের ধানের শীষের মনোনয়নপ্রার্থী, ফতুল্লার সন্তান ও গরীব-অসহায়দের আস্থাভাজন আলহাজ্ব শাহ আলমের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফতুল্লার শিয়াচরের পি টি আই ভবনে আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়।
ক্যাম্পে এলাকার অসহায়, গরীব ও সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। স্থানীয়দের অংশগ্রহণে ক্যাম্পটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে এলাকার সাধারণ মানুষ সহজে চিকিৎসাসেবা পেতে পারে।
এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে।