নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মাজহারুল ইসলাম বাদল

নিজস্ব প্রতিবেদকঃ

নবীনগর রিপোর্টার্স ক্লাবে সাংগঠনিক সম্পাদক পদে নতুন দায়িত্ব পেলেন স্থানীয় সাংবাদিক মাজহারুল ইসলাম বাদল। ২ ডিসেম্বর মঙ্গলবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন রেজা টিটু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ। উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে সাংবাদিক মাজহারুল ইসলাম বাদলকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। একই সভায় কার্যকরী সদস্য পদে আখতারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় সংবাদমাধ্যমে যুক্ত থাকা নতুন নেতৃত্বকে সংগঠনের শক্তিশালী অবস্থান এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণ সভায় ক্লাবের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে পর্যালোচনার পাশাপাশি আসন্ন বছরে পেশাগত দক্ষতা বাড়ানোর পরিকল্পনা, স্থানীয় সংবাদ সংগ্রহে আধুনিক পদ্ধতির ব্যবহার, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মনে করছেন, নতুন পদধারীরা দায়িত্ব পালন করলে সংবাদ পরিবেশনে মান উন্নত হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সুরক্ষায় সংগঠন আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

সভায় সভাপতির বক্তব্যে ক্লাবের সাংগঠনিক কাঠামো সুসংহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় তথ্যপ্রমাণভিত্তিক প্রতিবেদন প্রকাশ এবং তথ্য সংগ্রহে প্রযুক্তিভিত্তিক পদ্ধতির প্রয়োগের ওপর জোর দেওয়া হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব মাঠ পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রহমত, সহ-সভাপতি চান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবনসহ কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের প্রতিনিধিরা।

নতুন সাংগঠনিক সম্পাদক এবং কার্যকরী সদস্য দায়িত্ব গ্রহণের পর উপস্থিত সদস্যদের সহযোগিতা কামনা করেন। সংগঠনকে আরও সক্রিয়ভাবে পরিচালনা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে ক্লাবের ভাবমূর্তি সমুন্নত রাখতে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

নবীনগর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন মাজহারুল ইসলাম বাদল

ডিসেম্বর ৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

নবীনগর রিপোর্টার্স ক্লাবে সাংগঠনিক সম্পাদক পদে নতুন দায়িত্ব পেলেন স্থানীয় সাংবাদিক মাজহারুল ইসলাম বাদল। ২ ডিসেম্বর মঙ্গলবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহীন রেজা টিটু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ। উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নতুন সাংগঠনিক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে সাংবাদিক মাজহারুল ইসলাম বাদলকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। একই সভায় কার্যকরী সদস্য পদে আখতারুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় সংবাদমাধ্যমে যুক্ত থাকা নতুন নেতৃত্বকে সংগঠনের শক্তিশালী অবস্থান এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণ সভায় ক্লাবের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে পর্যালোচনার পাশাপাশি আসন্ন বছরে পেশাগত দক্ষতা বাড়ানোর পরিকল্পনা, স্থানীয় সংবাদ সংগ্রহে আধুনিক পদ্ধতির ব্যবহার, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মনে করছেন, নতুন পদধারীরা দায়িত্ব পালন করলে সংবাদ পরিবেশনে মান উন্নত হবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সুরক্ষায় সংগঠন আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

সভায় সভাপতির বক্তব্যে ক্লাবের সাংগঠনিক কাঠামো সুসংহত রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের প্রশিক্ষণ, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় তথ্যপ্রমাণভিত্তিক প্রতিবেদন প্রকাশ এবং তথ্য সংগ্রহে প্রযুক্তিভিত্তিক পদ্ধতির প্রয়োগের ওপর জোর দেওয়া হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব মাঠ পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক রহমত, সহ-সভাপতি চান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবনসহ কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ পরিষদের প্রতিনিধিরা।

নতুন সাংগঠনিক সম্পাদক এবং কার্যকরী সদস্য দায়িত্ব গ্রহণের পর উপস্থিত সদস্যদের সহযোগিতা কামনা করেন। সংগঠনকে আরও সক্রিয়ভাবে পরিচালনা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে ক্লাবের ভাবমূর্তি সমুন্নত রাখতে তারা প্রত্যয় ব্যক্ত করেন।