অকুতোভয় বীর ওসমান হাদি……

অকুতোভয় বীর ওসমান হাদি

ইফতেখার সুজা

ওসমান হাদি—
তুমি মরোনি,
তুমি কেবল শরীর ছেড়ে
বাংলার শিরায় শিরায় ঢুকে গেছো।

তোমার মৃত্যুর পরেও
পরাজিত শক্তিরা ঘুমোতে পারে না—
কারণ তোমার নামটা
ইতিহাসের দেয়ালে নয়,
তাদের বিবেকের ভেতরে খোদাই করা।

তুমি আগুন ছিলে না,
তুমি ছিলে আগুনের স্মৃতি—
যে স্মৃতি একবার জ্বলে উঠলে
ছাই দিয়েও আর ঢেকে রাখা যায় না।

তুমি অস্ত্র ধরোনি,
তুমি সত্য ধরেছিলে—
আর সত্যই সবচেয়ে ভয়ংকর
অন্যায়ের জন্য।

বাংলাদেশ ছিল তোমার ভালোবাসা,
কোনো স্লোগান নয়—
মাটির গন্ধে ভেজা,
ঘাম ঝরা মানুষের মুখ,
নদীর মতো অবিরাম এক স্বপ্ন।

তোমাকে মেরে
তারা ভেবেছিল ইতিহাস থামাবে,
কিন্তু তারা জানতো না—
কিছু মানুষ মরলে
দেশটা আরো বেঁচে যায়।

আজও বাতাসে বাতাসে
তোমার নাম কাঁপে,
আর পরাজিত শক্তিরা জানে—
এক ওসমান হাদি মরে গেলে
হাজারটা প্রশ্ন জেগে ওঠে।

তুমি নেই—
এই কথাটাই তাদের সবচেয়ে বড় মিথ্যা,
আর তুমি আছো—
এই সত্যটাই বাংলাদেশের সবচেয়ে নীরব জয়।

অকুতোভয় বীর ওসমান হাদি……

ডিসেম্বর ১৮, ২০২৫

অকুতোভয় বীর ওসমান হাদি

ইফতেখার সুজা

ওসমান হাদি—
তুমি মরোনি,
তুমি কেবল শরীর ছেড়ে
বাংলার শিরায় শিরায় ঢুকে গেছো।

তোমার মৃত্যুর পরেও
পরাজিত শক্তিরা ঘুমোতে পারে না—
কারণ তোমার নামটা
ইতিহাসের দেয়ালে নয়,
তাদের বিবেকের ভেতরে খোদাই করা।

তুমি আগুন ছিলে না,
তুমি ছিলে আগুনের স্মৃতি—
যে স্মৃতি একবার জ্বলে উঠলে
ছাই দিয়েও আর ঢেকে রাখা যায় না।

তুমি অস্ত্র ধরোনি,
তুমি সত্য ধরেছিলে—
আর সত্যই সবচেয়ে ভয়ংকর
অন্যায়ের জন্য।

বাংলাদেশ ছিল তোমার ভালোবাসা,
কোনো স্লোগান নয়—
মাটির গন্ধে ভেজা,
ঘাম ঝরা মানুষের মুখ,
নদীর মতো অবিরাম এক স্বপ্ন।

তোমাকে মেরে
তারা ভেবেছিল ইতিহাস থামাবে,
কিন্তু তারা জানতো না—
কিছু মানুষ মরলে
দেশটা আরো বেঁচে যায়।

আজও বাতাসে বাতাসে
তোমার নাম কাঁপে,
আর পরাজিত শক্তিরা জানে—
এক ওসমান হাদি মরে গেলে
হাজারটা প্রশ্ন জেগে ওঠে।

তুমি নেই—
এই কথাটাই তাদের সবচেয়ে বড় মিথ্যা,
আর তুমি আছো—
এই সত্যটাই বাংলাদেশের সবচেয়ে নীরব জয়।