নবীনগরে বিজয় দিবসে সংস্কৃতি ও স্মৃতিচারণে মুখর সামাজিক সংগঠন

মাজহারুল ইসলাম বাদলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন নবীনগরনামার উদ্যোগে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সবে মিলে গাই দেশের গান” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্য এক অনন্য আবেশ তৈরি করে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা থেকে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্বরে শুরু হওয়া এই আয়োজন রাত সাড়ে নয়টা পর্যন্ত চলমান থাকে। খোলা আকাশের নিচে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীনগর উপজেলা শাখার সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, শিশু শিল্পী, সমাজকর্মী এবং নবীনগরনামা সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, গাজী ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই অংশটি অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীদের আবেগাপ্লুত করে তোলে।

পরবর্তী পর্বে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ, অনুপ্রেরণামূলক খণ্ড নাটক এবং মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ। বিশেষ করে শিশু শিল্পীদের পরিবেশনায় বিজয়ের আনন্দ ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে।

আয়োজক সংগঠন নবীনগরনামা দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জানা যায়, ২০১২ সালে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল হকের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজসেবা, সংস্কৃতি চর্চা এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে। বিজয় দিবসের এই আয়োজন নবীনগরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন স্থানীয়রা।

নবীনগরে বিজয় দিবসে সংস্কৃতি ও স্মৃতিচারণে মুখর সামাজিক সংগঠন

ডিসেম্বর ১৭, ২০২৫

মাজহারুল ইসলাম বাদলঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন নবীনগরনামার উদ্যোগে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সবে মিলে গাই দেশের গান” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্য এক অনন্য আবেশ তৈরি করে।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা থেকে নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গোল চত্বরে শুরু হওয়া এই আয়োজন রাত সাড়ে নয়টা পর্যন্ত চলমান থাকে। খোলা আকাশের নিচে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবীনগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীনগর উপজেলা শাখার সভাপতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, শিশু শিল্পী, সমাজকর্মী এবং নবীনগরনামা সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, গাজী ও বীরাঙ্গনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন এবং পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এই অংশটি অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীদের আবেগাপ্লুত করে তোলে।

পরবর্তী পর্বে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, পুঁথি পাঠ, অনুপ্রেরণামূলক খণ্ড নাটক এবং মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ। বিশেষ করে শিশু শিল্পীদের পরিবেশনায় বিজয়ের আনন্দ ও ভবিষ্যৎ প্রজন্মের দেশপ্রেমের প্রতিফলন স্পষ্ট হয়ে ওঠে।

আয়োজক সংগঠন নবীনগরনামা দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। জানা যায়, ২০১২ সালে অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল হকের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সমাজসেবা, সংস্কৃতি চর্চা এবং মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন অব্যাহত থাকবে। বিজয় দিবসের এই আয়োজন নবীনগরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন স্থানীয়রা।