
সেলিম মাহবুব, ছাতকঃ
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের আউশা এলাকায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছাতকের রাধানগর গ্রামের আবু সাঈদ (৩২)।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জালালাবাদ থানার আওতাধীন আউশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী একটি দূরপাল্লার বাসের সঙ্গে আবু সাঈদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আবু সাঈদ ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা ও মতিউর রহমানের ছেলে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি নেয়।
পারিবারিক সূত্রে আবু সাঈদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে