নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন
পটুয়াখালীর গলাচিপা-পটুয়াখালী সড়কের ইপিজেড গেট সংলগ্ন কালভার্টের উত্তর পাশে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে।
নিহতরা হলেন – মোটরসাইকেল চালক শামিম (৩৫) এবং আরোহী আনোয়ার হোসেন মোল্লা (৫০)। শামিম গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের জলিল মিস্ত্রির ছেলে। অপর নিহত আনোয়ার হোসেন মোল্লা একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের বারেক মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহন (ঢাকা মেট্রো-হ ১৪-৮২৫৫) একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালক শামিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন
পটুয়াখালীর গলাচিপা-পটুয়াখালী সড়কের ইপিজেড গেট সংলগ্ন কালভার্টের উত্তর পাশে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে।
নিহতরা হলেন – মোটরসাইকেল চালক শামিম (৩৫) এবং আরোহী আনোয়ার হোসেন মোল্লা (৫০)। শামিম গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের জলিল মিস্ত্রির ছেলে। অপর নিহত আনোয়ার হোসেন মোল্লা একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর গ্রামের বারেক মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা মেঘনা পরিবহন (ঢাকা মেট্রো-হ ১৪-৮২৫৫) একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল চালক শামিমকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।