
জহিরুল হক, বরিশালঃ
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। শনিবার সকালে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কজুড়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা। শোভাযাত্রাটিকে ঘিরে স্থানীয় জনপদে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
বাকেরগঞ্জ জে.এস.ইউ. মডেল হাই স্কুলের সামনে থেকে সকাল ১০টায় শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শতাধিক মোটরসাইকেলের এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতা–কর্মী ও সমর্থকরা দলীয় প্রতীক ও ব্যানার নিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।
শোভাযাত্রার পুরো আয়োজনটি নেতৃত্ব দেন বরিশাল জেলা শাখার সেক্রেটারি এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। শোভাযাত্রার গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ রাজনীতির অঙ্গীকার তুলে ধরেন।
আরোও পড়ুন- বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়াড় সৃষ্টি হয়েছে :মাহমুদুন্নবী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমির ড. মাহফুজুর রহমান। এছাড়া সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক ফিরোজ আলম। স্থানীয় শিল্পপতি ও জামায়াত নেতা আনোয়ার হোসেন সিকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা এতে যোগ দেন।
শোভাযাত্রা শেষ করে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এলাকায় সুশাসন প্রতিষ্ঠা, জনস্বার্থভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠনের অঙ্গীকার প্রকাশ করেন। তিনি জনগণের কাছে নির্বাচনে সমর্থন চান এবং আগামীর শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এমন উদ্দীপনামুখর শোভাযাত্রায় অংশ নিয়ে তারা নির্বাচনী পরিবেশে নতুন উচ্ছ্বাস খুঁজে পেয়েছেন।