সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩নং ওয়ার্ডের তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু। বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি প্রথমে পৌর শহরের শ্রীশ্রী দুর্গা শিবা মন্দির পূজা মণ্ডপে যান। এরপর নোয়ারাই ভাগবৎ সংঘ পূজা মণ্ডপ (দাসপাড়া) এবং পরে নাথপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি পূজা মণ্ডপেই তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
এসময় ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক বিষয়াদি খোঁজখবর নেন।
শামছুর রহমান সামছু বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা ধর্মীয় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষ থেকে পূজা মণ্ডপের নেতৃবৃন্দকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ পরিদর্শন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সনাতন ধর্মাবলম্বীরাও বিএনপির নেতাদের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন।
ছাতকে ৩নং ওয়ার্ডের তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পৌর বিএনপির আহবায়ক সামছু
সেলিম মাহবুব, ছাতকঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩নং ওয়ার্ডের তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান সামছু। বৃহস্পতিবার (২ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি প্রথমে পৌর শহরের শ্রীশ্রী দুর্গা শিবা মন্দির পূজা মণ্ডপে যান। এরপর নোয়ারাই ভাগবৎ সংঘ পূজা মণ্ডপ (দাসপাড়া) এবং পরে নাথপাড়া পূজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি পূজা মণ্ডপেই তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
এসময় ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের সার্বিক বিষয়াদি খোঁজখবর নেন।
শামছুর রহমান সামছু বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা ধর্মীয় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষ থেকে পূজা মণ্ডপের নেতৃবৃন্দকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ পরিদর্শন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সনাতন ধর্মাবলম্বীরাও বিএনপির নেতাদের উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন।