ছাতকে বাগবাড়ী পঞ্চায়েতের বিচারাধীন বিষয়ে ইউএনও’র হস্তক্ষেপে, ক্ষুব্ধ মহল্লাবাসী

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ী মহল্লায় জমি নিয়ে দুই পক্ষের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য স্থানীয় পঞ্চায়েতের সালিশ চলাকালীন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে মহল্লাবাসী।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউএনও তরিকুল ইসলাম নাকি একপক্ষের হয়ে কাজ করছেন। এতে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে বলে তাদের দাবি। এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি এবং সঞ্চালনা করেন মাসুম আহমেদ। এতে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি হাজী ফজলু মিয়া চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, স্থানীয় জসিম উদ্দীন সালমান, মেহেদী হাসান সোনা মিয়া, রিয়াজ আহমদ রাজু, দুলন তরফদার ও রজত দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, “পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয়ভাবে দীর্ঘদিনের জমি বিরোধ মীমাংসা প্রক্রিয়া চলছিল। কিন্তু ইউএনও’র হস্তক্ষেপে আমাদের ন্যায্য বিচার থেকে বঞ্চিত হতে হয়েছে।”

তারা আরও অভিযোগ করেন, বাগবাড়ীর এক ব্যক্তি মীর আমান মিয়া নিজেকে “সমন্বয়ক” পরিচয় দিয়ে ইউএনও’র কার্যালয়ে দালালি করছে এবং তার প্রভাবেই প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। বক্তারা এ ঘটনায় ইউএনও’র পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং প্রয়োজন হলে মানববন্ধন ও বিক্ষোভসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

সভায় মাস্টার সোনাফর আলী, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাজী বুরহান উদ্দিন, চান মিয়া চৌধুরী, সুলতান মিয়া, সনি আব্দুল্লাহ, বাকি বিল্লাহ, ফখরুল আলমসহ কয়েক শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতেই সেখানে গিয়েছি। আইনের মধ্যে যেটা করণীয়, সেটাই করা হয়েছে।”

ছাতকে বাগবাড়ী পঞ্চায়েতের বিচারাধীন বিষয়ে ইউএনও’র হস্তক্ষেপে, ক্ষুব্ধ মহল্লাবাসী

অক্টোবর ৪, ২০২৫

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগবাড়ী মহল্লায় জমি নিয়ে দুই পক্ষের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য স্থানীয় পঞ্চায়েতের সালিশ চলাকালীন অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছে মহল্লাবাসী।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ইউএনও তরিকুল ইসলাম নাকি একপক্ষের হয়ে কাজ করছেন। এতে গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে বলে তাদের দাবি। এ ঘটনায় শনিবার (৪ অক্টোবর) বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি এবং সঞ্চালনা করেন মাসুম আহমেদ। এতে বক্তব্য রাখেন গ্রামের মুরব্বি হাজী ফজলু মিয়া চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, স্থানীয় জসিম উদ্দীন সালমান, মেহেদী হাসান সোনা মিয়া, রিয়াজ আহমদ রাজু, দুলন তরফদার ও রজত দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, “পঞ্চায়েতের মাধ্যমে স্থানীয়ভাবে দীর্ঘদিনের জমি বিরোধ মীমাংসা প্রক্রিয়া চলছিল। কিন্তু ইউএনও’র হস্তক্ষেপে আমাদের ন্যায্য বিচার থেকে বঞ্চিত হতে হয়েছে।”

তারা আরও অভিযোগ করেন, বাগবাড়ীর এক ব্যক্তি মীর আমান মিয়া নিজেকে “সমন্বয়ক” পরিচয় দিয়ে ইউএনও’র কার্যালয়ে দালালি করছে এবং তার প্রভাবেই প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। বক্তারা এ ঘটনায় ইউএনও’র পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং প্রয়োজন হলে মানববন্ধন ও বিক্ষোভসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

সভায় মাস্টার সোনাফর আলী, ছালিক মিয়া চৌধুরী রুকন, হাজী বুরহান উদ্দিন, চান মিয়া চৌধুরী, সুলতান মিয়া, সনি আব্দুল্লাহ, বাকি বিল্লাহ, ফখরুল আলমসহ কয়েক শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা অভিযোগের ভিত্তিতেই সেখানে গিয়েছি। আইনের মধ্যে যেটা করণীয়, সেটাই করা হয়েছে।”