সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকিং খাতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ছাতক পৌরসভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে ও সোনালী ব্যাংক ছাতক শাখার আয়োজনে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ১৬টি ব্যাংক শাখা মোট ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লাখ ৬২ হাজার টাকা ঋণ বিতরণ করে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, এবং কৃষক সমাজের প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, এবং সঞ্চালনা করেন ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা সামস মোঃ জাবেদ সুফিয়ান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ।
তিনি বলেন,
“হাওর অঞ্চলের কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে কম সুদে কৃষি ঋণ প্রদানের জন্য একটি প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জের বোরো ফসল উৎপাদনে ব্যাপক পরিবর্তন আসবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ আলী আশরাফ আবু তাহের (জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক সিলেট প্রধান কার্যালয়),
খোকন চন্দ্র বিশ্বাস (জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক সিলেট),
মোঃ রবিউল আলম (জেনারেল ম্যানেজার, জনতা ব্যাংক পিএলসি, সিলেট),
খোরশেদ আলম (জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়),
সুব্রত তালুকদার (অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক সিলেট),
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার খান, মনির উদ্দিন তালুকদার, বিজয় রায়, আব্দুস শহীদ, ও শাহানা আখতার।
বক্তারা বলেন,
বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকরা এই দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকদের যেন মহাজনের কাছ থেকে উচ্চসুদের ঋণের ফাঁদে পড়তে না হয়, সে জন্য সরকার সহজ শর্তে ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণের ব্যবস্থা করেছে। এখন মাত্র ১০ টাকায় একাউন্ট খুলেই কৃষকরা সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন।
কৃষি ঋণের সঠিক ব্যবহার কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মোহাম্মদ তোহা, এবং গীতাপাঠ করেন পল্লী ব্যাংকের কর্মকর্তা বকুল দেবনাথ।
ছাতকে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণের মাধ্যমে ব্যাংকিং খাতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ছাতক পৌরসভা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যাংক শাখার উদ্যোগে ও সোনালী ব্যাংক ছাতক শাখার আয়োজনে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলার ১৬টি ব্যাংক শাখা মোট ৬৭ জন কৃষকের মধ্যে ৬৭ লাখ ৬২ হাজার টাকা ঋণ বিতরণ করে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, এবং কৃষক সমাজের প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, এবং সঞ্চালনা করেন ডাচ-বাংলা ব্যাংকের কর্মকর্তা সামস মোঃ জাবেদ সুফিয়ান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মোহাম্মদ খালেদ আহমদ।
তিনি বলেন,
“হাওর অঞ্চলের কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে কম সুদে কৃষি ঋণ প্রদানের জন্য একটি প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জের বোরো ফসল উৎপাদনে ব্যাপক পরিবর্তন আসবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ আলী আশরাফ আবু তাহের (জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক সিলেট প্রধান কার্যালয়),
খোকন চন্দ্র বিশ্বাস (জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক সিলেট),
মোঃ রবিউল আলম (জেনারেল ম্যানেজার, জনতা ব্যাংক পিএলসি, সিলেট),
খোরশেদ আলম (জেনারেল ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়),
সুব্রত তালুকদার (অতিরিক্ত পরিচালক, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক সিলেট),
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার খান, মনির উদ্দিন তালুকদার, বিজয় রায়, আব্দুস শহীদ, ও শাহানা আখতার।
বক্তারা বলেন,
বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকরা এই দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকদের যেন মহাজনের কাছ থেকে উচ্চসুদের ঋণের ফাঁদে পড়তে না হয়, সে জন্য সরকার সহজ শর্তে ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণের ব্যবস্থা করেছে। এখন মাত্র ১০ টাকায় একাউন্ট খুলেই কৃষকরা সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবেন।
কৃষি ঋণের সঠিক ব্যবহার কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন উত্তরা ব্যাংক ছাতক শাখার ম্যানেজার মোহাম্মদ তোহা, এবং গীতাপাঠ করেন পল্লী ব্যাংকের কর্মকর্তা বকুল দেবনাথ।