সুকুমার ঋষি, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিক হায়াত উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সরাইগাছি জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক নতুন প্রভাত পত্রিকার পোরশা উপজেলা প্রতিনিধি মোঃ আমিনউদ্দীন বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
দৈনিক সকালের খবর প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন মাস্টার,
ভোরের চেতনা স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল মান্নান,
দৈনিক যায়যায়দিন ও সোনালী সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ রইচউদ্দীনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে আমিনউদ্দীন বাবু বলেন,
“সাংবাদিক সমাজ সমাজের দর্পণ। তারা সত্য তুলে ধরেন, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সেটি সহ্য করতে পারে না। সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সাংবাদিক জীবন ঝুঁকিতে থাকেন। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবিও জানান।
পোরশায় সাংবাদিক হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন
সুকুমার ঋষি, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে সাংবাদিক হায়াত উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সরাইগাছি জিরো পয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দৈনিক নতুন প্রভাত পত্রিকার পোরশা উপজেলা প্রতিনিধি মোঃ আমিনউদ্দীন বাবু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
দৈনিক সকালের খবর প্রতিনিধি মোঃ ইসমাইল হোসেন মাস্টার,
ভোরের চেতনা স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল মান্নান,
দৈনিক যায়যায়দিন ও সোনালী সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ রইচউদ্দীনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভাপতির বক্তব্যে আমিনউদ্দীন বাবু বলেন,
“সাংবাদিক সমাজ সমাজের দর্পণ। তারা সত্য তুলে ধরেন, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সেটি সহ্য করতে পারে না। সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সাংবাদিক জীবন ঝুঁকিতে থাকেন। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবিও জানান।