ছাতকে সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে বদলি জনিত কারণে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ছাতক উপজেলা পরিষদ হলরুমে ছাতক অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা।

বিদায়ী বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের সকল সহকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“আমি ছাতকের মানুষের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা পেয়েছি, যা কখনো ভুলতে পারব না। আমরা সবাই এক পরিবার—এই বন্ধন অটুট থাকবে।”

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
সংবর্ধনা সভায় অফিসার্স ক্লাব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছাতকে সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদেরকে বিদায় সংবর্ধনা প্রদান

অক্টোবর ১৮, ২০২৫

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে বদলি জনিত কারণে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ আব্দুল কাদের-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ছাতক উপজেলা পরিষদ হলরুমে ছাতক অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিলন মিয়া, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষসহ অন্যান্য কর্মকর্তারা।

বিদায়ী বক্তব্যে সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের সকল সহকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“আমি ছাতকের মানুষের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতা পেয়েছি, যা কখনো ভুলতে পারব না। আমরা সবাই এক পরিবার—এই বন্ধন অটুট থাকবে।”

অনুষ্ঠান শেষে বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
সংবর্ধনা সভায় অফিসার্স ক্লাব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।