সুখের সম-কোণ – শামীমা আক্তার

সুখের সম-কোণ্
শামীমা আক্তার

তোর চোখে মোর চোখ হয়েছে
যে দিন থেকে খুন,
তোর তুইটা মোর মন জ্যামিতির
সুখের সম-কোণ্।

আমি যে তোর তুই যে আমার
জীবন মরণ ক্রাশ,
মন জমিনে করবো দু’জন
ভালোবাসার চাষ।

সৌর তারার ছাউনি তলে
বাঁধবো দু’জন ঘর,
এই আমি তোর বধু হবো
তুই হবি মোর বর।

জীবন নামের বক্ররেখায়
হারায় যদি পথ,
অন্য কাউরে দিস নারে তুই
তুই নামের ওই নথ।

ঝড় বৃষ্টি আর প্রখর রোদে
মাথার উপর ছাদ,
উথাল পাথাল ঢেউ এলে তুই
ছাড়িস নে এই হাত।

সুখের সম-কোণ – শামীমা আক্তার

অক্টোবর ২৬, ২০২৫

সুখের সম-কোণ্
শামীমা আক্তার

তোর চোখে মোর চোখ হয়েছে
যে দিন থেকে খুন,
তোর তুইটা মোর মন জ্যামিতির
সুখের সম-কোণ্।

আমি যে তোর তুই যে আমার
জীবন মরণ ক্রাশ,
মন জমিনে করবো দু’জন
ভালোবাসার চাষ।

সৌর তারার ছাউনি তলে
বাঁধবো দু’জন ঘর,
এই আমি তোর বধু হবো
তুই হবি মোর বর।

জীবন নামের বক্ররেখায়
হারায় যদি পথ,
অন্য কাউরে দিস নারে তুই
তুই নামের ওই নথ।

ঝড় বৃষ্টি আর প্রখর রোদে
মাথার উপর ছাদ,
উথাল পাথাল ঢেউ এলে তুই
ছাড়িস নে এই হাত।