শ্রীনগর,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ-শ্রীনগর,সিরাজদিখান এবং ঢাকার নবাবগঞ্জ,কেরানীগঞ্জের সীমান্তবর্তী বাড়ৈখালীতে অবস্থিত” আড়িয়াল ভিউ” হতে পারে আপনার বসবাসের উত্তম স্হান।প্রতিটি মানুষই চায় প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত মনোমুগ্ধকর পরিবেশে নিরাপদ বাসস্থান।এই সপ্নের নগরীতে সুখের নীড় গড়তে প্রয়োজন একখণ্ড নিষ্কন্টক জমি। নিরাপদ ও নিরিবিলি এলাকায় পরিবারসহ বসবাস করতে সকলেই আগ্রহী।এ লক্ষে ঢাকার অদূরে ঢাকা -দোহার নবাবগঞ্জ মহাসড়ক কেমিক্যাল জোন থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে,ঢাকা – মাওয়া (পদ্মা সেতু) মহাসড়ক নিমতলা হতে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য বহনকারী ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের উত্তর পাশ ঘেঁষে বাড়ৈখালী মৌজায় “আরিয়াাশ ডেভলপমেন্ট” কোম্পানি গড়ে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত “আড়িয়াল ভিউ” আবাসন প্রকল্প যার নামকরণ করা হয়েছে “বজলু নগর”।
প্রায় ৫ একর নিজস্ব জমি নিয়ে বজলু নগর। সল্প মূল্যে প্লট নিয়ে আপনি হতে পারেন গর্বিত জমির মালিক। ৩/৫ কাঠার প্লট বিক্রি হচ্ছে সল্প মূল্যে। উপজেলার অধিকাংশ নামধারী কোম্পানি গুলোর নিকট হতে বড় মাপের প্রতারনা করার অভিযোগ পাওয়া গেলেও বজলু নগরে রয়েছে স্পষ্ট সচ্ছতা।প্রকল্পে দৃষ্টি নন্দন ফটক এবং নিরাপত্তা রক্ষী,মেহমান খানা,১৮ ফুট প্রসস্হ এভিনিউ রোড,১২ ফুট রাস্তা, শাখা রোডে বৈদ্যুৎতিক লাইট,সুসজ্জিত বাগান,বৈদ্যুতিক সাব ষ্টেশন, স্যুয়ারেজ লাইন সহ ইন্টারকম ব্যবস্হা।ক্লোজ সার্কিট ক্যামেরা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান,খেলাধুলার জায়গা সহ শরীর চর্চা কেন্দ্র।
সরজমিন বজলু নগরে গিয়ে দেখা হয়, ঢাকা বংশাল হতে প্লট ক্রয় করতে আসা মোঃ জাহাঙ্গীর আলম রানার সাথে।তার নিকট জানতে চাইলে বলেন,আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়া ঘাট।দীর্ঘ দিন চেষ্টা করেও ঢাকা তে এক টুকরো নিজস্ব জমির মালিক হতে পারিনি, ঢাকা থেকে মাত্র সামান্য দূরে এখানে প্লট ক্রয় করতে চাচ্ছি,রাজধানীর পাশে এক টুকরো নিষ্কন্টক জমির মালিক হবো এই আশায়।
এ ব্যপারে “আড়িয়াল ভিউ”বজলু নগর” এর চেয়ারম্যান মোঃ বজলুর রহমান জানান,শহরের যানজট,শব্দ দূষণসহ বিবিধ কারনে মানুষ শহরের পাশে প্রাকৃতিক পরিবেশ বসবাস করতে ব্যপক আগ্রহী অন্য দিকে শহরের মত জায়গায় উচ্চ মূল্যের কারনে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে নিজ বসতি তৈরি করতে পারছেন না,তাদের কথা বিবেচনায় নিয়ে শহরের পাশে উন্নত জীবন-যাপনের লক্ষে আমি বজলু নগর তৈরি করি।সল্প মূল্যে প্লট ক্রয় করে সহজেই যেন বসবাস উপযোগী বাড়ি তৈরি করতে পারেন।
শ্রীনগর বাড়ৈখালী তে” আড়িয়াল ভিউ” বজলু নগরে সপ্নের আবাসন
শ্রীনগর,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ-শ্রীনগর,সিরাজদিখান এবং ঢাকার নবাবগঞ্জ,কেরানীগঞ্জের সীমান্তবর্তী বাড়ৈখালীতে অবস্থিত” আড়িয়াল ভিউ” হতে পারে আপনার বসবাসের উত্তম স্হান।প্রতিটি মানুষই চায় প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত মনোমুগ্ধকর পরিবেশে নিরাপদ বাসস্থান।এই সপ্নের নগরীতে সুখের নীড় গড়তে প্রয়োজন একখণ্ড নিষ্কন্টক জমি। নিরাপদ ও নিরিবিলি এলাকায় পরিবারসহ বসবাস করতে সকলেই আগ্রহী।এ লক্ষে ঢাকার অদূরে ঢাকা -দোহার নবাবগঞ্জ মহাসড়ক কেমিক্যাল জোন থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে,ঢাকা – মাওয়া (পদ্মা সেতু) মহাসড়ক নিমতলা হতে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে প্রাকৃতিক অপরুপ সৌন্দর্য বহনকারী ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের উত্তর পাশ ঘেঁষে বাড়ৈখালী মৌজায় “আরিয়াাশ ডেভলপমেন্ট” কোম্পানি গড়ে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত “আড়িয়াল ভিউ” আবাসন প্রকল্প যার নামকরণ করা হয়েছে “বজলু নগর”।
প্রায় ৫ একর নিজস্ব জমি নিয়ে বজলু নগর। সল্প মূল্যে প্লট নিয়ে আপনি হতে পারেন গর্বিত জমির মালিক। ৩/৫ কাঠার প্লট বিক্রি হচ্ছে সল্প মূল্যে। উপজেলার অধিকাংশ নামধারী কোম্পানি গুলোর নিকট হতে বড় মাপের প্রতারনা করার অভিযোগ পাওয়া গেলেও বজলু নগরে রয়েছে স্পষ্ট সচ্ছতা।প্রকল্পে দৃষ্টি নন্দন ফটক এবং নিরাপত্তা রক্ষী,মেহমান খানা,১৮ ফুট প্রসস্হ এভিনিউ রোড,১২ ফুট রাস্তা, শাখা রোডে বৈদ্যুৎতিক লাইট,সুসজ্জিত বাগান,বৈদ্যুতিক সাব ষ্টেশন, স্যুয়ারেজ লাইন সহ ইন্টারকম ব্যবস্হা।ক্লোজ সার্কিট ক্যামেরা, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান,খেলাধুলার জায়গা সহ শরীর চর্চা কেন্দ্র।
সরজমিন বজলু নগরে গিয়ে দেখা হয়, ঢাকা বংশাল হতে প্লট ক্রয় করতে আসা মোঃ জাহাঙ্গীর আলম রানার সাথে।তার নিকট জানতে চাইলে বলেন,আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়া ঘাট।দীর্ঘ দিন চেষ্টা করেও ঢাকা তে এক টুকরো নিজস্ব জমির মালিক হতে পারিনি, ঢাকা থেকে মাত্র সামান্য দূরে এখানে প্লট ক্রয় করতে চাচ্ছি,রাজধানীর পাশে এক টুকরো নিষ্কন্টক জমির মালিক হবো এই আশায়।
এ ব্যপারে “আড়িয়াল ভিউ”বজলু নগর” এর চেয়ারম্যান মোঃ বজলুর রহমান জানান,শহরের যানজট,শব্দ দূষণসহ বিবিধ কারনে মানুষ শহরের পাশে প্রাকৃতিক পরিবেশ বসবাস করতে ব্যপক আগ্রহী অন্য দিকে শহরের মত জায়গায় উচ্চ মূল্যের কারনে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে নিজ বসতি তৈরি করতে পারছেন না,তাদের কথা বিবেচনায় নিয়ে শহরের পাশে উন্নত জীবন-যাপনের লক্ষে আমি বজলু নগর তৈরি করি।সল্প মূল্যে প্লট ক্রয় করে সহজেই যেন বসবাস উপযোগী বাড়ি তৈরি করতে পারেন।