নবীগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ইস্যুতে উত্তেজনা কাটলো, বিশেষ আইনশৃঙ্খলা বৈঠকে সর্বসম্মত সমাধান

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ইস্যুতে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতি অবশেষে উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে নিষ্পত্তি হয়েছে। গতকাল (১০ নভেম্বর) সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৩ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে একটি সালিশে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ এলাকাবাসীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরিভাবে উপজেলা প্রশাসন বিশেষ আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের আয়োজন করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ফেসবুকে আপলোড করা সকল ছবি ও ভিডিও ১২ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে। শিক্ষা–সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফেরাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ডিজিটাল সুরক্ষা আইনে দায়ের করা মামলাও প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।নবীগঞ্জে তিন সন্তানের মা নগদ ও স্বর্ণালঙ্কারসহ কর্মচারীর সঙ্গে উধাও, স্বামী ও সন্তান দিশেহারা

সাংবাদিক এম এ আহমদ আজাদ ভিডিও কলে বক্তব্য দিয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মামলার বাদী গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শেখ মারজান আহমদ মামলা প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহরিয়ার নাদিম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও অভিভাবকেরা। শিক্ষার্থীরাও সম্মানজনক সমাধানে সন্তোষ প্রকাশ করে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলো নবীগঞ্জ থানায় গিয়ে বিষয়টি মিমাংসার বিষয়ে ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামানকে অবহিত করেন। তিনি দ্রুত মামলাটি নিষ্পত্তির আশ্বাস দেন এবং কোনো আসামিকে হয়রানি করা হবে না বলে জানান।নবীনগরে আইনশৃঙ্খলার অবনতি, আতঙ্কে সাধারণ মানুষ

নবীগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ইস্যুতে উত্তেজনা কাটলো, বিশেষ আইনশৃঙ্খলা বৈঠকে সর্বসম্মত সমাধান

নভেম্বর ১১, ২০২৫

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জে শিক্ষক লাঞ্ছনা ইস্যুতে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতি অবশেষে উপজেলা প্রশাসনের বিশেষ আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে নিষ্পত্তি হয়েছে। গতকাল (১০ নভেম্বর) সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৩ নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে একটি সালিশে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিকসহ এলাকাবাসীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরিভাবে উপজেলা প্রশাসন বিশেষ আইনশৃঙ্খলা কমিটির বৈঠকের আয়োজন করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ফেসবুকে আপলোড করা সকল ছবি ও ভিডিও ১২ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে। শিক্ষা–সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফেরাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ডিজিটাল সুরক্ষা আইনে দায়ের করা মামলাও প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।নবীগঞ্জে তিন সন্তানের মা নগদ ও স্বর্ণালঙ্কারসহ কর্মচারীর সঙ্গে উধাও, স্বামী ও সন্তান দিশেহারা

সাংবাদিক এম এ আহমদ আজাদ ভিডিও কলে বক্তব্য দিয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মামলার বাদী গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শেখ মারজান আহমদ মামলা প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, দেবপাড়া ইউপি চেয়ারম্যান শাহরিয়ার নাদিম সুমন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ বাছিতসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও অভিভাবকেরা। শিক্ষার্থীরাও সম্মানজনক সমাধানে সন্তোষ প্রকাশ করে।

বৈঠক শেষে সংশ্লিষ্ট পক্ষগুলো নবীগঞ্জ থানায় গিয়ে বিষয়টি মিমাংসার বিষয়ে ওসি শেখ মোহাম্মদ কামরুজ্জামানকে অবহিত করেন। তিনি দ্রুত মামলাটি নিষ্পত্তির আশ্বাস দেন এবং কোনো আসামিকে হয়রানি করা হবে না বলে জানান।নবীনগরে আইনশৃঙ্খলার অবনতি, আতঙ্কে সাধারণ মানুষ