লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, ২৪ ঘন্টার আলটিমেটাম

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এ ছাড়া জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, সিসিএস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আব্বাছ হোসেনের ওপর হামলা বা হত্যাচেষ্টা সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। সংগঠনগুলো প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সম্পাদক আবদুল মালেক, সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া মুরাদ, হোসাইন আহমদ শাহজাহান, এবিএম নিজাম উদ্দিন, মাসুদুর রহমান খাঁন ভূট্টু, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন রানা, আলী হোসেন, আলাউদ্দিন, বেলাল উদ্দিন সাগর ও মেহেরুল হাসান রাজু প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।

আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি ছাড়াও স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ওপর হামলার হুমকির ঘটনায় লক্ষ্মীপুর জুড়ে নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।রাজশাহী সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় ৩৮ দফা দাবি

লক্ষ্মীপুরে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, ২৪ ঘন্টার আলটিমেটাম

নভেম্বর ১২, ২০২৫

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনে লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। এ ছাড়া জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন, সিসিএস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আব্বাছ হোসেনের ওপর হামলা বা হত্যাচেষ্টা সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। সংগঠনগুলো প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সম্পাদক আবদুল মালেক, সাংবাদিক মহিউদ্দিন ভূইয়া মুরাদ, হোসাইন আহমদ শাহজাহান, এবিএম নিজাম উদ্দিন, মাসুদুর রহমান খাঁন ভূট্টু, রফিকুল ইসলাম, নাজিম উদ্দিন রানা, আলী হোসেন, আলাউদ্দিন, বেলাল উদ্দিন সাগর ও মেহেরুল হাসান রাজু প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।

আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি ছাড়াও স্থানীয় দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আজকের পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ওপর হামলার হুমকির ঘটনায় লক্ষ্মীপুর জুড়ে নিন্দা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।রাজশাহী সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় ৩৮ দফা দাবি