মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলা ছাত্র পরিষদের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের সেমিনার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং সহপাঠীদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে উন্নত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ মো. শরীফুল ইসলাম, যিনি বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ও প্রশাসনিক ক্যাডারে যোগদানের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আহসানুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল সায়ীদ ভূঁইয়া, ফুড টেকনোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার আবদুল আলিম সরকার এবং সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমান শিমুল।

আরোও পড়ুন – মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

নবীনদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। বক্তব্যে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে পরিশ্রম, সততা এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তারা শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. শরীফুল ইসলামকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। মাল্টিপারপাস ভবনের গ্যালারি রুমে আয়োজিত এই সংবর্ধনায় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা গ্রহণ শেষে তিনি নবীন শিক্ষার্থীদের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ, অতিথিদের মূল্যবান পরামর্শ এবং পারস্পরিক সৌহার্দ্যের মেলবন্ধন অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে। নরসিংদী জেলা ছাত্র পরিষদের এই আয়োজন নবীনদের উৎসাহিত করা এবং বিদায়ীদের সম্মান জানানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নভেম্বর ১৬, ২০২৫

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলা ছাত্র পরিষদের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের সেমিনার রুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং সহপাঠীদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে উন্নত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ মো. শরীফুল ইসলাম, যিনি বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা ও প্রশাসনিক ক্যাডারে যোগদানের পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আহসানুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল সায়ীদ ভূঁইয়া, ফুড টেকনোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার আবদুল আলিম সরকার এবং সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমান শিমুল।

আরোও পড়ুন – মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের খসড়া প্রকাশ

নবীনদের ফুল দিয়ে বরণ করার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিরা। বক্তব্যে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে পরিশ্রম, সততা এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। তারা শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য বজায় রাখা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে নরসিংদী জেলা ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. শরীফুল ইসলামকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। মাল্টিপারপাস ভবনের গ্যালারি রুমে আয়োজিত এই সংবর্ধনায় সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা গ্রহণ শেষে তিনি নবীন শিক্ষার্থীদের সামনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যৎ জীবনের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ, অতিথিদের মূল্যবান পরামর্শ এবং পারস্পরিক সৌহার্দ্যের মেলবন্ধন অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে। নরসিংদী জেলা ছাত্র পরিষদের এই আয়োজন নবীনদের উৎসাহিত করা এবং বিদায়ীদের সম্মান জানানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।