তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার বিকেলে মুখরিত হয়ে ওঠে তাহিরপুর বাজার। বাজারজুড়ে ছড়িয়ে পড়ে ‘নিজের খাইয়া কামরুল ভাই আমরা তোমায় ভুলি নাই’ স্লোগান, আর সেই স্লোগান থেকেই শুরু হয় এক বিশাল গণমিছিল। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা যেন এক উৎসবমুখর রাজনৈতিক পরিবেশে পরিণত হয়।
বিকেল ৫টায় বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা কামরুজ্জামান কামরুলকে তৃণমূলের জনপ্রিয় নেতা হিসেবে তুলে ধরে তার পক্ষে স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্য—এই গণমিছিলের মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হলো যে তৃণমূল বিএনপি কামরুজ্জামান কামরুলকেই মনোনয়ন প্রত্যাশী হিসেবে দেখতে চায়।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর সদর ইউনিয়ন আহবায়ক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা সাজিদুর রহমান, জেলা যুবদল সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির মনোনয়ন দিতে হলে অবশ্যই তৃণমূলের মতামতকে প্রাধান্য দিতে হবে, কারণ তৃণমূলই মাঠের বাস্তব পরিস্থিতি বোঝে।
আরোও পড়ুন – তাহিরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
ঢাকা থেকে প্রতিক্রিয়া জানিয়ে কামরুজ্জামান কামরুল বলেন, তিনি জেনেছেন দুপুরে ধর্মপাশার বড়ই বাজারে এবং বিকেলে তাহিরপুরে তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষ দুই দফা গণমিছিল করেছে। তিনি বিশ্বাস করেন বিএনপি হাই কমান্ড মনোনয়ন চূড়ান্ত করার আগে অবশ্যই তৃণমূলের মতামত বিবেচনা করবে। নিজের প্রতি মানুষের এই ভালোবাসা তাকে আরও আশাবাদী করে তুলেছে বলেও জানান তিনি।
তৃণমূলের উচ্ছ্বাস, জনসমাগম এবং ধারাবাহিক মিছিল প্রমাণ করছে—এই এলাকায় কামরুজ্জামান কামরুলের প্রতি মানুষের সমর্থন গভীর ও সুদৃঢ়। আর এই শক্ত জনমত মনোনয়ন প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।
নিজের খাইয়া কামরুল ভাই আমরা তোমায় ভুলি নাই শ্লোগানে মুখরিত তাহিরপুর বাজার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন পুনর্মূল্যায়নের দাবিতে সোমবার বিকেলে মুখরিত হয়ে ওঠে তাহিরপুর বাজার। বাজারজুড়ে ছড়িয়ে পড়ে ‘নিজের খাইয়া কামরুল ভাই আমরা তোমায় ভুলি নাই’ স্লোগান, আর সেই স্লোগান থেকেই শুরু হয় এক বিশাল গণমিছিল। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা যেন এক উৎসবমুখর রাজনৈতিক পরিবেশে পরিণত হয়।
বিকেল ৫টায় বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা কামরুজ্জামান কামরুলকে তৃণমূলের জনপ্রিয় নেতা হিসেবে তুলে ধরে তার পক্ষে স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্য—এই গণমিছিলের মাধ্যমে স্পষ্টভাবে বোঝানো হলো যে তৃণমূল বিএনপি কামরুজ্জামান কামরুলকেই মনোনয়ন প্রত্যাশী হিসেবে দেখতে চায়।
মিছিল শেষে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর সদর ইউনিয়ন আহবায়ক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা সাজিদুর রহমান, জেলা যুবদল সহ-দপ্তর সম্পাদক সামরুল ইসলামসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির মনোনয়ন দিতে হলে অবশ্যই তৃণমূলের মতামতকে প্রাধান্য দিতে হবে, কারণ তৃণমূলই মাঠের বাস্তব পরিস্থিতি বোঝে।
আরোও পড়ুন – তাহিরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
ঢাকা থেকে প্রতিক্রিয়া জানিয়ে কামরুজ্জামান কামরুল বলেন, তিনি জেনেছেন দুপুরে ধর্মপাশার বড়ই বাজারে এবং বিকেলে তাহিরপুরে তৃণমূল বিএনপি ও সাধারণ মানুষ দুই দফা গণমিছিল করেছে। তিনি বিশ্বাস করেন বিএনপি হাই কমান্ড মনোনয়ন চূড়ান্ত করার আগে অবশ্যই তৃণমূলের মতামত বিবেচনা করবে। নিজের প্রতি মানুষের এই ভালোবাসা তাকে আরও আশাবাদী করে তুলেছে বলেও জানান তিনি।
তৃণমূলের উচ্ছ্বাস, জনসমাগম এবং ধারাবাহিক মিছিল প্রমাণ করছে—এই এলাকায় কামরুজ্জামান কামরুলের প্রতি মানুষের সমর্থন গভীর ও সুদৃঢ়। আর এই শক্ত জনমত মনোনয়ন প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে সবাই।