সেলিম মাহবুবঃ
ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইজাজুল হক রনি’র বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হওয়ায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরে এসেছে। সিদ্ধান্ত ঘোষণার পরপরই কালারুকা ইউনিয়নের নেতাকর্মীদের উদ্যোগে মড়ল কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে পথসভায় রূপ নেয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইজাজুল হক রনি। তিনি বলেন, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দলের উচ্চপর্যায়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি কৃতজ্ঞ। তিনি আরও জানান, আগামীর রাজপথ ও নির্বাচনমুখী আন্দোলনে সংগঠনকে আরও সুসংগঠিত করতে তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত। দলের প্রতি তাঁর অঙ্গীকার আগের মতোই অটুট থাকবে বলেও তিনি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাহা উদ্দিন শাহী। তিনি বলেন, রনি’র মতো সক্রিয় ও নিবেদিত কর্মীর ফিরে আসা ছাতকের রাজনীতিকে আরও প্রাণবন্ত করবে। এছাড়াও বক্তব্য রাখেন কালারুকা ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক সায়েদ মিয়া, যুবদল নেতা নাজমুল হুদা জুয়েল ও রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ছাতক পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহিব আহমদ, কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার এবং কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা।
আরোও পড়ুন – যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা খছরু ও নাদেরকে নিয়ে ছাতকে ওয়ার্ড বিএনপির মতবিনিময়
বক্তারা একযোগে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই ঘরে ঘরে সংগঠনকে সক্রিয় করতে হবে। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন—সেটি জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন যুগোপযোগী রাজনৈতিক দায়িত্ব। নেতারা দাবি করেন, ছাতক-দোয়ারাবাসী সবসময় ধানের শীষের প্রতি অনুগত এবং এই অঞ্চলকে তারা ঐতিহ্যগতভাবে সিনিয়র নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন’র শক্ত ঘাঁটি হিসেবে মনে করেন।
পথসভা ও আনন্দ মিছিলে অংশ নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী জানান, সংগঠনে রনি’র সক্রিয় প্রত্যাবর্তন ছাতকের বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে। রাজনৈতিকভাবে দীর্ঘদিন পর একটি ঐক্যবদ্ধ পরিবেশ দেখা গেছে বলেও অনেকে মন্তব্য করেন।
ছাতকে রনি’র বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপি-যুবদল-ছাত্রদলের আনন্দ মিছিল ও পথসভা
সেলিম মাহবুবঃ
ছাতকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ইজাজুল হক রনি’র বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হওয়ায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ফিরে এসেছে। সিদ্ধান্ত ঘোষণার পরপরই কালারুকা ইউনিয়নের নেতাকর্মীদের উদ্যোগে মড়ল কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে পথসভায় রূপ নেয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইজাজুল হক রনি। তিনি বলেন, দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দলের উচ্চপর্যায়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তিনি কৃতজ্ঞ। তিনি আরও জানান, আগামীর রাজপথ ও নির্বাচনমুখী আন্দোলনে সংগঠনকে আরও সুসংগঠিত করতে তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত। দলের প্রতি তাঁর অঙ্গীকার আগের মতোই অটুট থাকবে বলেও তিনি জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাহা উদ্দিন শাহী। তিনি বলেন, রনি’র মতো সক্রিয় ও নিবেদিত কর্মীর ফিরে আসা ছাতকের রাজনীতিকে আরও প্রাণবন্ত করবে। এছাড়াও বক্তব্য রাখেন কালারুকা ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক সায়েদ মিয়া, যুবদল নেতা নাজমুল হুদা জুয়েল ও রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, ছাতক পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহিব আহমদ, কালারুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলু তালুকদার এবং কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতা।
আরোও পড়ুন – যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা খছরু ও নাদেরকে নিয়ে ছাতকে ওয়ার্ড বিএনপির মতবিনিময়
বক্তারা একযোগে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই ঘরে ঘরে সংগঠনকে সক্রিয় করতে হবে। তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন—সেটি জনগণের কাছে পৌঁছে দেওয়া এখন যুগোপযোগী রাজনৈতিক দায়িত্ব। নেতারা দাবি করেন, ছাতক-দোয়ারাবাসী সবসময় ধানের শীষের প্রতি অনুগত এবং এই অঞ্চলকে তারা ঐতিহ্যগতভাবে সিনিয়র নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন’র শক্ত ঘাঁটি হিসেবে মনে করেন।
পথসভা ও আনন্দ মিছিলে অংশ নেওয়া বিপুল সংখ্যক নেতাকর্মী জানান, সংগঠনে রনি’র সক্রিয় প্রত্যাবর্তন ছাতকের বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে। রাজনৈতিকভাবে দীর্ঘদিন পর একটি ঐক্যবদ্ধ পরিবেশ দেখা গেছে বলেও অনেকে মন্তব্য করেন।