নারায়ণগঞ্জে র‍্যাব-১১ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

“বাংলাদেশ আমার অহংকার” — এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর হত্যা ও আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযানে আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিম (২২)–কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।

প্রসঙ্গত, গত ১৮ জুন ২০২৫ তারিখে একই এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা উদ্ধার করে র‍্যাব। তবে সেই সময় নাদিম কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব আলামত নাদিমের বাসা থেকেই পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নাদিমের কোনো নির্দিষ্ট বৈধ পেশা নেই। তিনি দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় ভীতি সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অপরাধ করার প্রমাণও পাওয়া গেছে।

গ্রেফতারের পর নাদিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানিয়েছে, তারা ভবিষ্যতেও মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার করবে এবং অপরাধ দমনে জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম গ্রেফতার

সেপ্টেম্বর ১১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

“বাংলাদেশ আমার অহংকার” — এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর হত্যা ও আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জন করেছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সোনামিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযানে আদমজী বিহারী কলোনির শীর্ষ মাদক ব্যবসায়ী ও অস্ত্র মামলার আসামি নাদিম (২২)–কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বিহারী কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।

প্রসঙ্গত, গত ১৮ জুন ২০২৫ তারিখে একই এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১১৩ টাকা উদ্ধার করে র‍্যাব। তবে সেই সময় নাদিম কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব আলামত নাদিমের বাসা থেকেই পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নাদিমের কোনো নির্দিষ্ট বৈধ পেশা নেই। তিনি দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় ভীতি সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অপরাধ করার প্রমাণও পাওয়া গেছে।

গ্রেফতারের পর নাদিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১১ জানিয়েছে, তারা ভবিষ্যতেও মাদক ও অস্ত্রবিরোধী অভিযান জোরদার করবে এবং অপরাধ দমনে জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।