ছাতকে সদর ইউনিয়নে বিএনপির ৪ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের কাজীহাটা গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ৪ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহেদুল ইসলাম আহবাব এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক কবির আহমদ মধু। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য কুতুব উদ্দিন, ইয়াকুব আলী মাষ্টার, নুরুল হক, আব্দুল আমিন, তাজুল ইসলাম তালুকদার, মানিক মিয়া, সাবেক মেম্বার খায়রুল ইসলাম, হেলাল আহমদ, নুর উদ্দিন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্য ছদরুল কবির মজনু, আব্দুস সোবহান, আক্তার হোসেন, ছাত্রদল নেতা আমজাদ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড বিএনপির সদস্য ফারুক আহমেদ। বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য ও গণসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্মেলনের মাধ্যমে ৪ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে নতুন নেতৃত্ব ইউনিয়নে দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে। সম্মেলনে উপস্থিত দলীয় নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে বিএনপির আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

ছাতক সদর ইউনিয়নে বিএনপির এই সম্মেলন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় অংশগ্রহণ ও গণমানুষের সমর্থন দলটির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে নেতারা আশা প্রকাশ করেন।

ছাতকে সদর ইউনিয়নে বিএনপির ৪ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

সেপ্টেম্বর ১৯, ২০২৫

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার সদর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের কাজীহাটা গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল ৪ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহেদুল ইসলাম আহবাব এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক কবির আহমদ মধু। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য কুতুব উদ্দিন, ইয়াকুব আলী মাষ্টার, নুরুল হক, আব্দুল আমিন, তাজুল ইসলাম তালুকদার, মানিক মিয়া, সাবেক মেম্বার খায়রুল ইসলাম, হেলাল আহমদ, নুর উদ্দিন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্য ছদরুল কবির মজনু, আব্দুস সোবহান, আক্তার হোসেন, ছাত্রদল নেতা আমজাদ হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়ার্ড বিএনপির সদস্য ফারুক আহমেদ। বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য ও গণসংযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এই সম্মেলনের মাধ্যমে ৪ নং ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে নতুন নেতৃত্ব ইউনিয়নে দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে। সম্মেলনে উপস্থিত দলীয় নেতাকর্মীরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে বিএনপির আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

ছাতক সদর ইউনিয়নে বিএনপির এই সম্মেলন স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় অংশগ্রহণ ও গণমানুষের সমর্থন দলটির সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে নেতারা আশা প্রকাশ করেন।