নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে প্রতিমা তৈরি করতে পারে এবং পূজা উদযাপন করতে পারে—সে জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও পরিদর্শন অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রতিমা তৈরির অগ্রগতি এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
পুলিশ সুপার জসীম উদ্দিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, “জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে যাতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।”
এই সময় পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হিমু।
পূজামণ্ডপ পরিদর্শনকালে “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এখানে মানুষের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও সম্প্রীতি নিশ্চিত করা আমাদের কর্তব্য। এজন্য প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও নিয়মিত টহল জোরদার করা হবে।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো অরাজকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সকল সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে পূজা উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার জসীম উদ্দিন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে প্রতিমা তৈরি করতে পারে এবং পূজা উদযাপন করতে পারে—সে জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বাত্মক তৎপরতা চালিয়ে যাচ্ছে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও পরিদর্শন অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মঙ্গলবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি পূজা উদযাপন পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রতিমা তৈরির অগ্রগতি এবং নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।
পুলিশ সুপার জসীম উদ্দিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, “জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে যাতে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।”
এই সময় পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হিমু।
পূজামণ্ডপ পরিদর্শনকালে “ক” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এখানে মানুষের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ ও সম্প্রীতি নিশ্চিত করা আমাদের কর্তব্য। এজন্য প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও নিয়মিত টহল জোরদার করা হবে।”
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, আসন্ন শারদীয় দুর্গাপূজায় কোনো অরাজকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সকল সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে পূজা উদযাপন করতে পারে তা নিশ্চিত করতে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।