সুকুমার ঋষি, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের খেলাধুলার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং সৌহার্দ্য তৈরি করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল। বুধবার বিকেলে নিতপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল ম্যাচ ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। মাঠজুড়ে উপস্থিত দর্শকের উচ্ছ্বাস এবং সমর্থন খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ এবং গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা দ্রুতগতির আক্রমণাত্মক কৌশল প্রয়োগে মনোযোগী ছিল। প্রথমার্ধে সমানতালে খেলা চললেও দ্বিতীয়ার্ধে গাঙ্গুরিয়া ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ন্ত্রিত পাসিং এবং আক্রমণাত্মক ফুটবল প্রতিপক্ষ দলের রক্ষণভাগে চাপ তৈরি করে। এক পর্যায়ে সুযোগ বুঝে করা গোলের সুবাদে গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১–০ গোলের লিড নেয় এবং শেষ পর্যন্ত তা ধরে রেখে ম্যাচ জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে।
দুর্দান্ত দক্ষতা এবং আক্রমণভাগে নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড় সবুজকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন রেফারি হুমায়ুন কবির।
ফাইনাল ম্যাচ শেষে ট্রফি ও নগদ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয় এবং আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মাঝে খেলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করেছে।
নিতপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ
সুকুমার ঋষি, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় তরুণদের খেলাধুলার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং সৌহার্দ্য তৈরি করার লক্ষ্য নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল। বুধবার বিকেলে নিতপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল ম্যাচ ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। মাঠজুড়ে উপস্থিত দর্শকের উচ্ছ্বাস এবং সমর্থন খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করে।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নিতপুর ইউনিয়ন ফুটবল একাদশ এবং গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা দ্রুতগতির আক্রমণাত্মক কৌশল প্রয়োগে মনোযোগী ছিল। প্রথমার্ধে সমানতালে খেলা চললেও দ্বিতীয়ার্ধে গাঙ্গুরিয়া ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ন্ত্রিত পাসিং এবং আক্রমণাত্মক ফুটবল প্রতিপক্ষ দলের রক্ষণভাগে চাপ তৈরি করে। এক পর্যায়ে সুযোগ বুঝে করা গোলের সুবাদে গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ১–০ গোলের লিড নেয় এবং শেষ পর্যন্ত তা ধরে রেখে ম্যাচ জয়ের মাধ্যমে শিরোপা নিশ্চিত করে।
দুর্দান্ত দক্ষতা এবং আক্রমণভাগে নেতৃত্ব প্রদানের স্বীকৃতি হিসেবে গাঙ্গুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড় সবুজকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন রেফারি হুমায়ুন কবির।
ফাইনাল ম্যাচ শেষে ট্রফি ও নগদ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ অর্থ এবং রানার্সআপ দলকে নগদ অর্থ প্রদান করেন ইউএনও রাকিবুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউআরসি ইনস্ট্রাক্টর আশরাফুল আলম, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং জনস্বাস্থ্য কর্মকর্তা আল হামিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয় এবং আগামীতে আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মাঝে খেলার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের পরিচিত হওয়ার সুযোগ তৈরি করেছে।