শহীদদের স্মরণে বরইতলীতে বিজয় দিবস ও যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস ও বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বরইতলীতে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরইতলী হাই স্কুল প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কর্মসূচির আয়োজন করে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘ। সকাল থেকেই সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় এবং একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়। লক্ষ শহীদের আত্মত্যাগ, মা-বোনের সম্ভ্রম এবং ত্যাগের বিনিময়েই এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই স্বাধীনতার সুফল টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দেশ ও বিদেশে অবস্থানরত সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং বন্ধুদের মহান বিজয় দিবস ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দেশের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

স্থানীয় এলাকাবাসীর মতে, এমন কর্মসূচি তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করে এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয় দিবসের এই আয়োজন বরইতলী এলাকায় দেশপ্রেম ও ঐক্যের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

শহীদদের স্মরণে বরইতলীতে বিজয় দিবস ও যুব সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ডিসেম্বর ১৬, ২০২৫

মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস ও বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বরইতলীতে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বরইতলী হাই স্কুল প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

কর্মসূচির আয়োজন করে জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘ। সকাল থেকেই সংগঠনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় এবং একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং বিজয় দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়। লক্ষ শহীদের আত্মত্যাগ, মা-বোনের সম্ভ্রম এবং ত্যাগের বিনিময়েই এই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। তাই স্বাধীনতার সুফল টিকিয়ে রাখতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, বরইতলী ফুটন্ত গোলাপ যুব সংঘ দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে দেশ ও বিদেশে অবস্থানরত সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং বন্ধুদের মহান বিজয় দিবস ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে দেশের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

স্থানীয় এলাকাবাসীর মতে, এমন কর্মসূচি তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত করে এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজয় দিবসের এই আয়োজন বরইতলী এলাকায় দেশপ্রেম ও ঐক্যের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।