মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের গৌরবময় এই দিনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুরো এলাকা হয়ে ওঠে দেশপ্রেমের আবেশে মুখর। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (গভঃ রেজি নং এস-৪২১৯৯/১৮) ঠাকুরগাঁও জেলা ও পীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি, জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর করিম, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, আইন বিষয় সম্পাদক সামসুজোহা এবং সদস্য আবু বক্কর সিদ্দিক, আব্দুর রশিদ, রুবেল হক, শরীফ ও মোঃ মনিরুল ইসলাম সুজন।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ১৯৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলার সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও একে একে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
বিজয় দিবসের এই আয়োজন পীরগঞ্জ উপজেলায় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনটি শুধু উদযাপনের নয়, বরং জাতির ইতিহাস স্মরণ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়নের একটি উপলক্ষ হয়ে ওঠে।
বিজয়ের সকালে পীরগঞ্জ: শহীদদের প্রতি শ্রদ্ধায় মুখর মুক্তিযোদ্ধা চত্বর
মোঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসের গৌরবময় এই দিনে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুরো এলাকা হয়ে ওঠে দেশপ্রেমের আবেশে মুখর। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (গভঃ রেজি নং এস-৪২১৯৯/১৮) ঠাকুরগাঁও জেলা ও পীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা সভাপতি, জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান। আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুর করিম, দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, আইন বিষয় সম্পাদক সামসুজোহা এবং সদস্য আবু বক্কর সিদ্দিক, আব্দুর রশিদ, রুবেল হক, শরীফ ও মোঃ মনিরুল ইসলাম সুজন।
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ১৯৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং উপজেলার সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও একে একে শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
বিজয় দিবসের এই আয়োজন পীরগঞ্জ উপজেলায় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনটি শুধু উদযাপনের নয়, বরং জাতির ইতিহাস স্মরণ করে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পুনর্মূল্যায়নের একটি উপলক্ষ হয়ে ওঠে।