মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়লেন যানজটে উপদেষ্টা ফাওজুল কবির! ১২ কর্মকর্তাকে মাঠে থাকার নির্দেশ

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা–সিলেট মহাসড়কের দীর্ঘ যানজট পরিস্থিতি দেখতে গিয়ে নিজেই পড়লেন সেই যানজটে— এমন বিব্রতকর অবস্থায় পড়েছেন সড়ক ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গত বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘণ্টারও বেশি সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া অংশে আটকা ছিলেন।

সম্প্রতি জাতীয় দৈনিক সমকাল-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে নড়েচড়ে বসে সড়ক ও সেতু মন্ত্রণালয়। পরবর্তীতে উপদেষ্টা নিজে মহাসড়ক পরিস্থিতি দেখতে ঢাকা থেকে ট্রেনে ভৈরব আসেন এবং সড়ক পথে আশুগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পর্যন্ত পরিদর্শনে যান।

সকালে উজানভাটি হোটেল থেকে গাড়িবহর নিয়ে রওনা দিলে কিছুক্ষণের মধ্যেই তিনি আশুগঞ্জের অংশে ভয়াবহ যানজটে আটকে পড়েন। দীর্ঘ সময় আটকে থাকার পর বিকল্প ব্যবস্থা হিসেবে মোটরসাইকেলে চড়ে তিনি অবশেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে পৌঁছান এবং সেখানেই নাজুক অবস্থায় মহাসড়ক পরিদর্শন সম্পন্ন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা ফাওজুল কবির খান জানান,

“ঢাকা অফিসে বসে নয়— ঢাকা–সিলেট মহাসড়কের সমস্যা সমাধানে এখন থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ১২ জন কর্মকর্তা মাঠে থেকে কাজ করবেন। তারা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় অস্থায়ী অফিস থেকে সরাসরি দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও বলেন,

“যানজটের মূল কারণ ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলবো, যাতে দ্রুত সমন্বয় করে সমস্যা সমাধান করা যায়।”

এ সময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, মাঠে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবহেলা করলে বা অফিসে অনুপস্থিত থাকলে তাদের বদলি বা সাসপেন্ড করার নির্দেশও দেওয়া হয়েছে।

উপদেষ্টার এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে হাস্যরস ও ক্ষোভ—দুই-ই দেখা গেছে। অনেকেই বলছেন, “যানজটের ভোগান্তি বুঝতে হলে আসলেই মাঠে নামতে হয়!”

মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়লেন যানজটে উপদেষ্টা ফাওজুল কবির! ১২ কর্মকর্তাকে মাঠে থাকার নির্দেশ

অক্টোবর ৯, ২০২৫

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

ঢাকা–সিলেট মহাসড়কের দীর্ঘ যানজট পরিস্থিতি দেখতে গিয়ে নিজেই পড়লেন সেই যানজটে— এমন বিব্রতকর অবস্থায় পড়েছেন সড়ক ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গত বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিন ঘণ্টারও বেশি সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া অংশে আটকা ছিলেন।

সম্প্রতি জাতীয় দৈনিক সমকাল-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে নড়েচড়ে বসে সড়ক ও সেতু মন্ত্রণালয়। পরবর্তীতে উপদেষ্টা নিজে মহাসড়ক পরিস্থিতি দেখতে ঢাকা থেকে ট্রেনে ভৈরব আসেন এবং সড়ক পথে আশুগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড পর্যন্ত পরিদর্শনে যান।

সকালে উজানভাটি হোটেল থেকে গাড়িবহর নিয়ে রওনা দিলে কিছুক্ষণের মধ্যেই তিনি আশুগঞ্জের অংশে ভয়াবহ যানজটে আটকে পড়েন। দীর্ঘ সময় আটকে থাকার পর বিকল্প ব্যবস্থা হিসেবে মোটরসাইকেলে চড়ে তিনি অবশেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে পৌঁছান এবং সেখানেই নাজুক অবস্থায় মহাসড়ক পরিদর্শন সম্পন্ন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা ফাওজুল কবির খান জানান,

“ঢাকা অফিসে বসে নয়— ঢাকা–সিলেট মহাসড়কের সমস্যা সমাধানে এখন থেকে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ১২ জন কর্মকর্তা মাঠে থেকে কাজ করবেন। তারা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় অস্থায়ী অফিস থেকে সরাসরি দায়িত্ব পালন করবেন।”

তিনি আরও বলেন,

“যানজটের মূল কারণ ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা বলবো, যাতে দ্রুত সমন্বয় করে সমস্যা সমাধান করা যায়।”

এ সময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, মাঠে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অবহেলা করলে বা অফিসে অনুপস্থিত থাকলে তাদের বদলি বা সাসপেন্ড করার নির্দেশও দেওয়া হয়েছে।

উপদেষ্টার এই ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে হাস্যরস ও ক্ষোভ—দুই-ই দেখা গেছে। অনেকেই বলছেন, “যানজটের ভোগান্তি বুঝতে হলে আসলেই মাঠে নামতে হয়!”