ছাতকে প্রতিপক্ষের আগুনে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের বসতঘর পুড়ে ছাই

সেলিম মাহবুবঃ

ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের বসতঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় তার স্ত্রী জাহানারা বেগম ছাতক থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৫–৭ জনকেও আসামি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা মূল্যবান মালামালসহ বসতঘর পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পেছনে মূল কারণ ছিল কিছুদিন আগে বিবাদীদের মধ্যে সংঘটিত মারামারি ও হতাহতের ঘটনা। এ সময় বাড়িতে কোন পুরুষের উপস্থিতি না থাকায় জাহানারা বেগম অন্যান্য মহিলাদের সঙ্গে বসতঘরে ছিলেন।

ঘটনার রাতে, দরজা খুলে তারা প্রতিপক্ষের ২০–২৫ জনকে দা ও রামদা হাতে উপস্থিত দেখতে পান। অভিযুক্তরা মহিলাদের হুমকি দিয়ে ঘরে থাকা দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ আগুন নেভাতে সক্ষম হন।

রোববার দুপুরে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মোরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্কের ছায়া বিরাজ করছে। প্রতিপক্ষের আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনা এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

আরোও পড়ুন – ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০, থানায় মামলা — গ্রেফতার ৬

ছাতকে প্রতিপক্ষের আগুনে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের বসতঘর পুড়ে ছাই

নভেম্বর ১৬, ২০২৫

সেলিম মাহবুবঃ

ছাতকের ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের বসতঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় তার স্ত্রী জাহানারা বেগম ছাতক থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাতপরিচয় ৫–৭ জনকেও আসামি করা হয়েছে।

অগ্নিকাণ্ডে ঘরে থাকা মূল্যবান মালামালসহ বসতঘর পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পেছনে মূল কারণ ছিল কিছুদিন আগে বিবাদীদের মধ্যে সংঘটিত মারামারি ও হতাহতের ঘটনা। এ সময় বাড়িতে কোন পুরুষের উপস্থিতি না থাকায় জাহানারা বেগম অন্যান্য মহিলাদের সঙ্গে বসতঘরে ছিলেন।

ঘটনার রাতে, দরজা খুলে তারা প্রতিপক্ষের ২০–২৫ জনকে দা ও রামদা হাতে উপস্থিত দেখতে পান। অভিযুক্তরা মহিলাদের হুমকি দিয়ে ঘরে থাকা দাহ্য পদার্থে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এবং পুলিশ আগুন নেভাতে সক্ষম হন।

রোববার দুপুরে সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মোরসালিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্কের ছায়া বিরাজ করছে। প্রতিপক্ষের আগুনে ঘর পুড়ে যাওয়ার ঘটনা এলাকায় শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

আরোও পড়ুন – ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০, থানায় মামলা — গ্রেফতার ৬