মধুপুরের কুড়ালিয়ায় বিএনপির উঠান বৈঠকে জনসমাগম, তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস

আব্দুল হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত বিএনপির উঠান বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কুড়ালিয়া গোরস্থান এতিমখানা মাঠ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। এলাকার নারী–পুরুষ, তরুণ–যুবকসহ বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। দীর্ঘদিন পর স্থানীয়ভাবে আয়োজিত এ ধরনের রাজনৈতিক বৈঠককে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বৈঠকে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান আলী খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন। তিনি বৈঠকে উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, দলীয় সাংগঠনিক অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলীসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলা দল এবং ওয়ার্ড পর্যায়ের সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

আরোও পড়ুন – নলছিটিতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

উঠান বৈঠকের সঞ্চালনা করেন মধুপুর উপজেলার সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান ওটন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান রুবেল মাস্টার।

বৈঠকে বক্তারা বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জনদুর্ভোগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা তৃণমূল পর্যায়ের কর্মীদের নিয়ে আগামীর পথচলা আরও শক্তিশালী করার আহ্বান জানান। বিশেষত নারী–পুরুষের উপস্থিতি এ ইউনিয়নে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রমাণ বলে বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দলের ভবিষ্যৎ কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুড়ালিয়া বড়বাড়ী মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ। তাঁর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

মধুপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ উঠান বৈঠককে একটি সফল সমাবেশ হিসেবে দেখা হচ্ছে, যা তৃণমূল নেতৃত্বকে আরও সক্রিয় করে তুলবে বলে অংশগ্রহণকারীরা মনে করছেন।

মধুপুরের কুড়ালিয়ায় বিএনপির উঠান বৈঠকে জনসমাগম, তৃণমূল নেতাকর্মীদের উচ্ছ্বাস

নভেম্বর ১৮, ২০২৫

আব্দুল হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১নং কুড়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে আয়োজিত বিএনপির উঠান বৈঠককে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে কুড়ালিয়া গোরস্থান এতিমখানা মাঠ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। এলাকার নারী–পুরুষ, তরুণ–যুবকসহ বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। দীর্ঘদিন পর স্থানীয়ভাবে আয়োজিত এ ধরনের রাজনৈতিক বৈঠককে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বৈঠকে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান আলী খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহাবুব আনাম স্বপন। তিনি বৈঠকে উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, দলীয় সাংগঠনিক অবস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক হযরত আলীসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, মহিলা দল এবং ওয়ার্ড পর্যায়ের সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

আরোও পড়ুন – নলছিটিতে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

উঠান বৈঠকের সঞ্চালনা করেন মধুপুর উপজেলার সাবেক সহ-সভাপতি আতিকুজ্জামান ওটন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান রুবেল মাস্টার।

বৈঠকে বক্তারা বলেন, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ, জনদুর্ভোগ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূলের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতারা তৃণমূল পর্যায়ের কর্মীদের নিয়ে আগামীর পথচলা আরও শক্তিশালী করার আহ্বান জানান। বিশেষত নারী–পুরুষের উপস্থিতি এ ইউনিয়নে দলের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রমাণ বলে বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দলের ভবিষ্যৎ কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুড়ালিয়া বড়বাড়ী মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ। তাঁর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

মধুপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ উঠান বৈঠককে একটি সফল সমাবেশ হিসেবে দেখা হচ্ছে, যা তৃণমূল নেতৃত্বকে আরও সক্রিয় করে তুলবে বলে অংশগ্রহণকারীরা মনে করছেন।