হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে সাপাহার স্পোর্টিং ক্লাব আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ক্রিকেট দল ‘রয়্যাল থান্ডার’-এর গ্র্যান্ড ওপেনিং আয়োজন করে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের থানা রোডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবীনদের মাঝে জার্সি ও ক্যাপ প্রদান করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান আহ্ম্মদ আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাইদ চৌধুরী অনিক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী আব্দুল কাদের। আমন্ত্রিত অতিথিরা ক্রীড়া উন্নয়ন, যুবসমাজের ইতিবাচক বিকাশ ও মাদকমুক্ত জীবন গঠনে খেলাধুলার ভূমিকা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী সেশনে ‘রয়্যাল থান্ডার নেভিস সোওস’ দলের খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয়। নতুন জার্সির মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় খেলোয়াড়দের মধ্যে দৃশ্যমান উৎসাহ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, পরিকল্পিত উদ্যোগে স্থানীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব এবং সাপাহার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নতুন প্রতিভা আবিষ্কার হবে।
অনুষ্ঠানে অতিথিরা উল্লেখ করেন, ক্রীড়া শুধু বিনোদন নয়—এটি জাতি গঠনের অন্যতম মাধ্যম। মানসিক উন্নয়ন, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণ তৈরি করতে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। যুবসমাজকে সুস্থ কর্মমুখী জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত সহায়ক। তারা আশা প্রকাশ করেন, ‘রয়্যাল থান্ডার’ দল ভবিষ্যতে উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে নিজেদের সাফল্য ধরে রাখবে।
উপস্থিতিতে ছিলেন ক্লাবের সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমী নাগরিকরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায় এবং তরুণরা দল গঠনের উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় গণমাধ্যম কর্মীরা এই আয়োজনের সম্পূর্ণ কার্যক্রম ধারণ করেন।
সাপাহার স্পোর্টিং ক্লাব জানায়, ভবিষ্যতে দলটি নিয়মিত প্রশিক্ষণ, স্থানীয় লীগে অংশগ্রহণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এর মাধ্যমে এলাকার যুবকদের জন্য ক্রীড়া বিকাশের নতুন পথ উন্মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ দলের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে সাপাহার স্পোর্টিং ক্লাব আনুষ্ঠানিকভাবে তাদের নতুন ক্রিকেট দল ‘রয়্যাল থান্ডার’-এর গ্র্যান্ড ওপেনিং আয়োজন করে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা সদরের থানা রোডে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নবীনদের মাঝে জার্সি ও ক্যাপ প্রদান করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান আহ্ম্মদ আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ক্রীড়া একাডেমির প্রতিষ্ঠাতা আবু সাইদ চৌধুরী অনিক এবং স্থানীয় ক্রীড়াপ্রেমী আব্দুল কাদের। আমন্ত্রিত অতিথিরা ক্রীড়া উন্নয়ন, যুবসমাজের ইতিবাচক বিকাশ ও মাদকমুক্ত জীবন গঠনে খেলাধুলার ভূমিকা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী সেশনে ‘রয়্যাল থান্ডার নেভিস সোওস’ দলের খেলোয়াড়দের হাতে নতুন জার্সি তুলে দেওয়া হয়। নতুন জার্সির মাধ্যমে দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় খেলোয়াড়দের মধ্যে দৃশ্যমান উৎসাহ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, পরিকল্পিত উদ্যোগে স্থানীয় ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব এবং সাপাহার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নতুন প্রতিভা আবিষ্কার হবে।
অনুষ্ঠানে অতিথিরা উল্লেখ করেন, ক্রীড়া শুধু বিনোদন নয়—এটি জাতি গঠনের অন্যতম মাধ্যম। মানসিক উন্নয়ন, শৃঙ্খলা এবং নেতৃত্বের গুণ তৈরি করতে খেলাধুলার ভূমিকা অপরিহার্য। যুবসমাজকে সুস্থ কর্মমুখী জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত সহায়ক। তারা আশা প্রকাশ করেন, ‘রয়্যাল থান্ডার’ দল ভবিষ্যতে উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে নিজেদের সাফল্য ধরে রাখবে।
উপস্থিতিতে ছিলেন ক্লাবের সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমী নাগরিকরা। অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায় এবং তরুণরা দল গঠনের উদ্যোগকে স্বাগত জানান। স্থানীয় গণমাধ্যম কর্মীরা এই আয়োজনের সম্পূর্ণ কার্যক্রম ধারণ করেন।
সাপাহার স্পোর্টিং ক্লাব জানায়, ভবিষ্যতে দলটি নিয়মিত প্রশিক্ষণ, স্থানীয় লীগে অংশগ্রহণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এর মাধ্যমে এলাকার যুবকদের জন্য ক্রীড়া বিকাশের নতুন পথ উন্মুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।