মাজহারুল ইসলাম বাদল
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে ‘জয়িতা’ কর্মসূচির মাধ্যমে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নবীনগর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনের মধ্য দিয়ে ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনগর মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
বেগম রোকেয়ার শিক্ষা, নারী জাগরণ ও অধিকার আন্দোলনের আদর্শকে ধারণ করে স্থানীয় চার নারীকে সম্মাননা প্রদান করা হয়। ‘অদম্য নারী’ কার্যক্রমের আওতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য জয়িতা সম্মাননা পান তানজিনা আক্তার শিলা। শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য সম্মানিত হন ডা. ইসরাত জাহান ইভা। সফল জননী হিসেবে সম্মাননা পান রজবা বেগম অরুনা। নির্যাতন ও প্রতিকূলতা অতিক্রম করে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে সম্মানিত হন হোসনা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়ার জীবন ও আদর্শ নারী সমাজের উন্নয়নে উদ্দীপনা হিসেবে কাজ করে। নারী শিক্ষা, আর্থিক স্বাধীনতা এবং সামাজিক নেতৃত্ব আজ দেশের সামগ্রিক উন্নয়নের অংশ। জয়িতা কর্মসূচির মাধ্যমে সম্মাননা পাওয়া নারীরা নিজেদের সংগ্রামের অভিজ্ঞতা দিয়ে সমাজের অন্যান্য নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
বক্তারা আশা প্রকাশ করেন যে, নারীর অগ্রগতির প্রতিটি অর্জন সমাজে পরিবর্তনের ধারাকে দৃঢ় করবে। গ্রামীণ নারী নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর দৃশ্যমান অংশগ্রহণ দেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও গতিশীল করে তুলবে।
উপস্থিত অতিথিরা বেগম রোকেয়ার জীবন, সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা রক্ষায় তার ভূমিকার ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের সঙ্গে অতিথিরা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে নারীদের উন্নয়নমূলক কর্মসূচি আরও সম্প্রসারণের প্রত্যাশা প্রকাশ করেন।
নবীনগরে বেগম রোকেয়া দিবসে চার নারী পেলেন জয়িতা সম্মাননা
মাজহারুল ইসলাম বাদল
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে ‘জয়িতা’ কর্মসূচির মাধ্যমে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নবীনগর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনের মধ্য দিয়ে ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীনগর মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
বেগম রোকেয়ার শিক্ষা, নারী জাগরণ ও অধিকার আন্দোলনের আদর্শকে ধারণ করে স্থানীয় চার নারীকে সম্মাননা প্রদান করা হয়। ‘অদম্য নারী’ কার্যক্রমের আওতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য জয়িতা সম্মাননা পান তানজিনা আক্তার শিলা। শিক্ষা ও চাকরিতে সাফল্যের জন্য সম্মানিত হন ডা. ইসরাত জাহান ইভা। সফল জননী হিসেবে সম্মাননা পান রজবা বেগম অরুনা। নির্যাতন ও প্রতিকূলতা অতিক্রম করে জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে সম্মানিত হন হোসনা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম রোকেয়ার জীবন ও আদর্শ নারী সমাজের উন্নয়নে উদ্দীপনা হিসেবে কাজ করে। নারী শিক্ষা, আর্থিক স্বাধীনতা এবং সামাজিক নেতৃত্ব আজ দেশের সামগ্রিক উন্নয়নের অংশ। জয়িতা কর্মসূচির মাধ্যমে সম্মাননা পাওয়া নারীরা নিজেদের সংগ্রামের অভিজ্ঞতা দিয়ে সমাজের অন্যান্য নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।
বক্তারা আশা প্রকাশ করেন যে, নারীর অগ্রগতির প্রতিটি অর্জন সমাজে পরিবর্তনের ধারাকে দৃঢ় করবে। গ্রামীণ নারী নেতৃত্বসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর দৃশ্যমান অংশগ্রহণ দেশের উন্নয়ন অভিযাত্রাকে আরও গতিশীল করে তুলবে।
উপস্থিত অতিথিরা বেগম রোকেয়ার জীবন, সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীর মর্যাদা রক্ষায় তার ভূমিকার ঐতিহাসিক গুরুত্বকে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের সঙ্গে অতিথিরা মতবিনিময় করেন এবং ভবিষ্যতে নারীদের উন্নয়নমূলক কর্মসূচি আরও সম্প্রসারণের প্রত্যাশা প্রকাশ করেন।