এনসিপি দল করার কারনে আওয়ামীলীগ সন্ত্রাস বাহিনী মোকলেসের নেতৃত্বে এনসিপির নেতার বাবার বাড়িঘর ভাঙচুর ও ৩জন আ’হ’ত

নলছিটি উপজেলা প্রতিনিধ আসিফ জিয়া মুন্নাঃ

০২-১২-২০২৫ ইং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা মোল্লারহাট ইউনিয়ন কামদেবপুর গ্রামে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাস ক্যাডার মোকলেস বাহিনী অস্ত্রশস্ত্র সঞ্জীত হইয়া কামদেবপুর গ্রামে এনসিপির স্থানীয় নেতা রাকিবের বাবার বাড়িতে ভাঙচুর লুটপাট করেন, ধান- চাউল- স্বর্ণের চেইন -আংটি- নগদ ১৫ হাজার টাকা- হাঁস -মুরগি- গরু- ছাগল সহ আসবাবপত্র এবং মহিলাদেরকে শৃলতা হানি করা হয়, হাঙ্গামায় আহত ৩ জন। নলছিটি থানায় মামলার প্রস্তুতি অবস্থায় আহত পরিবাররা ন্যায় বিচারের জন্য মামলা করার প্রস্তুতিতে আছেন নলছিটি থানার এস আই আক্তার হোসেন জানান ঘটনাস্থলে গিয়েছি বাড়ি একদম ফাঁকা ভাঙচুর হয়েছে ঘটনা সত্য মামলা হইলে আমরা আইনত ব্যবস্থা নিব। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয় , আহতরা হলেন রুমা বেগম ( ৪২), আহমেদ ফকির (৪৭), আব্দুল মজিদ ফকির (৬০)।আওয়ামী লীগের মোকলেসের ও জুলহাসের নেতৃত্বে এই ঘটনা ঘটায় এনসিপির দল করার কারণে এই পরিবারের উপরে অত্যাচার আসে। সন্ত্রাসী মোকলেস বাহিনীর যারা এই ঘটনা ঘটায় মোকলেস (৪৮), জুলহাস হাওলাদার( ৩৫), চান মিয়া (২৭) আসাদুল (২২) সহ আরো ২০-২৫ জন। এই বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিস্ট হয়ে পড়েছেন বলে জানায় স্থানীয় লোক জন।

এনসিপি দল করার কারনে আওয়ামীলীগ সন্ত্রাস বাহিনী মোকলেসের নেতৃত্বে এনসিপির নেতার বাবার বাড়িঘর ভাঙচুর ও ৩জন আ’হ’ত

ডিসেম্বর ২, ২০২৫

নলছিটি উপজেলা প্রতিনিধ আসিফ জিয়া মুন্নাঃ

০২-১২-২০২৫ ইং ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা মোল্লারহাট ইউনিয়ন কামদেবপুর গ্রামে আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাস ক্যাডার মোকলেস বাহিনী অস্ত্রশস্ত্র সঞ্জীত হইয়া কামদেবপুর গ্রামে এনসিপির স্থানীয় নেতা রাকিবের বাবার বাড়িতে ভাঙচুর লুটপাট করেন, ধান- চাউল- স্বর্ণের চেইন -আংটি- নগদ ১৫ হাজার টাকা- হাঁস -মুরগি- গরু- ছাগল সহ আসবাবপত্র এবং মহিলাদেরকে শৃলতা হানি করা হয়, হাঙ্গামায় আহত ৩ জন। নলছিটি থানায় মামলার প্রস্তুতি অবস্থায় আহত পরিবাররা ন্যায় বিচারের জন্য মামলা করার প্রস্তুতিতে আছেন নলছিটি থানার এস আই আক্তার হোসেন জানান ঘটনাস্থলে গিয়েছি বাড়ি একদম ফাঁকা ভাঙচুর হয়েছে ঘটনা সত্য মামলা হইলে আমরা আইনত ব্যবস্থা নিব। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয় , আহতরা হলেন রুমা বেগম ( ৪২), আহমেদ ফকির (৪৭), আব্দুল মজিদ ফকির (৬০)।আওয়ামী লীগের মোকলেসের ও জুলহাসের নেতৃত্বে এই ঘটনা ঘটায় এনসিপির দল করার কারণে এই পরিবারের উপরে অত্যাচার আসে। সন্ত্রাসী মোকলেস বাহিনীর যারা এই ঘটনা ঘটায় মোকলেস (৪৮), জুলহাস হাওলাদার( ৩৫), চান মিয়া (২৭) আসাদুল (২২) সহ আরো ২০-২৫ জন। এই বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিস্ট হয়ে পড়েছেন বলে জানায় স্থানীয় লোক জন।