বড়লেখায় পরিবহন চালক ও যাত্রীদের মাঝে নিসচা’র সচেতনতামূলক লিফলেট বিতরণ

বড়লেখা প্রতিনিধি ::
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পরিবহন চালক, যাত্রী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্ঠপোষক মো. নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক মস্তুফা উদ্দিন, জালাল আহমদ, শাকিল আহমদ এবং সাবেক প্রকাশনা সম্পাদক গণেশ কর প্রমুখ।

লিফলেট বিতরণের সময় নিসচা নেতৃবৃন্দ ও কর্মীরা পরিবহন চালকদের বেপরোয়া গতি পরিহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং নির্ধারিত সময়ের বাইরে গাড়ি না চালানোর পরামর্শ দেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে।

চালকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন কোনো অবস্থাতেই গাড়ির ছাদে যাত্রী বহন না করা হয়। যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়, তারা যেন চালকদের অপ্রয়োজনে বিরক্ত না করেন এবং যাত্রার সময় পর্যাপ্ত সময় হাতে রাখেন।

এছাড়া পথচারীদের প্রতি আহ্বান জানানো হয়— রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করা, মোবাইল ফোনে কথা না বলা এবং দৌড়ে গাড়িতে না ওঠা। পরিশেষে সকল পরিবহন চালক, হেলপার, যাত্রী ও সাধারণ নাগরিকদের মাঝে নিসচা’র পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

বড়লেখায় পরিবহন চালক ও যাত্রীদের মাঝে নিসচা’র সচেতনতামূলক লিফলেট বিতরণ

অক্টোবর ২০, ২০২৫

বড়লেখা প্রতিনিধি ::
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পরিবহন চালক, যাত্রী ও সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে বড়লেখা পৌর শহরের দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার পৃষ্ঠপোষক মো. নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক মস্তুফা উদ্দিন, জালাল আহমদ, শাকিল আহমদ এবং সাবেক প্রকাশনা সম্পাদক গণেশ কর প্রমুখ।

লিফলেট বিতরণের সময় নিসচা নেতৃবৃন্দ ও কর্মীরা পরিবহন চালকদের বেপরোয়া গতি পরিহার, অতিরিক্ত যাত্রী না তোলা এবং নির্ধারিত সময়ের বাইরে গাড়ি না চালানোর পরামর্শ দেন। তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের পাশাপাশি যাত্রীদেরও সচেতন হতে হবে।

চালকদের প্রতি আহ্বান জানানো হয়, যেন কোনো অবস্থাতেই গাড়ির ছাদে যাত্রী বহন না করা হয়। যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়, তারা যেন চালকদের অপ্রয়োজনে বিরক্ত না করেন এবং যাত্রার সময় পর্যাপ্ত সময় হাতে রাখেন।

এছাড়া পথচারীদের প্রতি আহ্বান জানানো হয়— রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ব্যবহার করা, মোবাইল ফোনে কথা না বলা এবং দৌড়ে গাড়িতে না ওঠা। পরিশেষে সকল পরিবহন চালক, হেলপার, যাত্রী ও সাধারণ নাগরিকদের মাঝে নিসচা’র পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।