মৌলভীবাজার-১ আসনে জনসভা উপলক্ষে জামায়াতের প্রচার কার্যক্রম

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ভোটারদের মধ্যে প্রচার প্রসারের কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দলের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) এশার নামাজের পর মোহাম্মদনগর বাজার এলাকায় এই প্রচার মিছিল বের করা হয়। জামায়াতের স্থানীয় নেতা ও কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি আব্দুল লতিফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতারা জনসভা সফল করার লক্ষ্যে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

প্রচারের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা কবির হোসাইনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং আসন্ন জনসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রত্যাশা করেন।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার লাইটস স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দলের স্থানীয় নেতারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশাপাশি জনসভাকে কেন্দ্র করে জনসম্পৃক্ততা বৃদ্ধি, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকার রাজনৈতিক অঙ্গনে এই জনসভাকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ আসনে শক্ত অবস্থান তৈরিতে প্রচারণার এই ধারাবাহিকতা ভোটারদের নজর কাড়বে বলেও স্থানীয় নেতৃত্বদের বিশ্বাস।

মৌলভীবাজার-১ আসনে জনসভা উপলক্ষে জামায়াতের প্রচার কার্যক্রম

ডিসেম্বর ৪, ২০২৫

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি নিয়ে গঠিত মৌলভীবাজার-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ভোটারদের মধ্যে প্রচার প্রসারের কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দলের প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের নির্বাচনী জনসভাকে ঘিরে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) এশার নামাজের পর মোহাম্মদনগর বাজার এলাকায় এই প্রচার মিছিল বের করা হয়। জামায়াতের স্থানীয় নেতা ও কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি আব্দুল লতিফের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতারা জনসভা সফল করার লক্ষ্যে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

প্রচারের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের নেতা মাওলানা কবির হোসাইনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং আসন্ন জনসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রত্যাশা করেন।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিসবাজার লাইটস স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দলের স্থানীয় নেতারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। পাশাপাশি জনসভাকে কেন্দ্র করে জনসম্পৃক্ততা বৃদ্ধি, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকার রাজনৈতিক অঙ্গনে এই জনসভাকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ আসনে শক্ত অবস্থান তৈরিতে প্রচারণার এই ধারাবাহিকতা ভোটারদের নজর কাড়বে বলেও স্থানীয় নেতৃত্বদের বিশ্বাস।