নবীনগরের সাবেক এমপি বাদল ও সংরক্ষিত আসনের সাবেক এমপি বুবলী গ্রেফতার

মাজহারুল ইসলাম বাদল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

রাজধানীতে বিশেষ অভিযানে নবীনগরের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডিবি সূত্রে জানা গেছে, সেনা-সমর্থিত গণআন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গোপন বৈঠক, অর্থ সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের নজরদারিতে রাখা হয়েছিল।

এছাড়া, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—দীর্ঘদিন ধরে সাবেক এমপি বাদল ও বুবলীসহ বেশ কয়েকজন নেতা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

নবীনগরের সাবেক এমপি বাদল ও সংরক্ষিত আসনের সাবেক এমপি বুবলী গ্রেফতার

সেপ্টেম্বর ২৯, ২০২৫

মাজহারুল ইসলাম বাদল, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

রাজধানীতে বিশেষ অভিযানে নবীনগরের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।

ডিবি সূত্রে জানা গেছে, সেনা-সমর্থিত গণআন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে গোপন বৈঠক, অর্থ সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের নজরদারিতে রাখা হয়েছিল।

এছাড়া, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে—দীর্ঘদিন ধরে সাবেক এমপি বাদল ও বুবলীসহ বেশ কয়েকজন নেতা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।