লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে মৃত ছাতকের নবীনের দাফন সম্পন্ন

সেলিম মাহবুব, ছাতকঃ

লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার পথে প্রাণ হারানো ছাতকের যুবক নবীন হোসেনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। দীর্ঘ এক মাস ২০ দিন পর প্রবাসের মাটি থেকে স্বজনদের কাঁদিয়ে ঘরে ফিরলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ২০২৫ সাগরপথে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নবীন হোসেন। পথিমধ্যে ভূমধ্যসাগরে দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। প্রবাসে থাকা অন্যান্য বাংলাদেশিদের মাধ্যমে ৩ সেপ্টেম্বর পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছে যায়। মৃত্যুর প্রায় তিন মাস আগে তিনি জীবিকার সন্ধানে লিবিয়া গিয়েছিলেন।

দীর্ঘ অপেক্ষা, কাগজপত্র যাচাই ও আইনি প্রক্রিয়া শেষে অবশেষে সোমবার (২০ অক্টোবর) বিকেলে নবীন হোসেনের মরদেহ নিজ বাড়ি ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও গ্রামে পৌঁছে। গভীর শোকের মধ্যে রাতে রাত ৯টা ২০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, নবীন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে মৃত ছাতকের নবীনের দাফন সম্পন্ন

অক্টোবর ২১, ২০২৫

সেলিম মাহবুব, ছাতকঃ

লিবিয়া থেকে সাগরপথে ইতালি যাওয়ার পথে প্রাণ হারানো ছাতকের যুবক নবীন হোসেনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। দীর্ঘ এক মাস ২০ দিন পর প্রবাসের মাটি থেকে স্বজনদের কাঁদিয়ে ঘরে ফিরলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর ২০২৫ সাগরপথে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নবীন হোসেন। পথিমধ্যে ভূমধ্যসাগরে দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। প্রবাসে থাকা অন্যান্য বাংলাদেশিদের মাধ্যমে ৩ সেপ্টেম্বর পরিবারের কাছে মৃত্যুসংবাদ পৌঁছে যায়। মৃত্যুর প্রায় তিন মাস আগে তিনি জীবিকার সন্ধানে লিবিয়া গিয়েছিলেন।

দীর্ঘ অপেক্ষা, কাগজপত্র যাচাই ও আইনি প্রক্রিয়া শেষে অবশেষে সোমবার (২০ অক্টোবর) বিকেলে নবীন হোসেনের মরদেহ নিজ বাড়ি ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও গ্রামে পৌঁছে। গভীর শোকের মধ্যে রাতে রাত ৯টা ২০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, নবীন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।