নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনগর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় আলিয়াবাদ গোলচত্বর থেকে বর্ণিল সাজে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ, হযরত আলী, পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন রুবেল প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, জিয়া মঞ্চের রুবেল আকরামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আপেল মাহমুদ, তৌহিদুল হক তপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল আজও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের চলমান সংকটে যুবদলই জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবচেয়ে সক্রিয় শক্তি।”
সভায় বক্তারা সম্প্রতি নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মকবুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
অনুষ্ঠানের শেষে দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনগর উপজেলা যুবদলের আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনগর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় আলিয়াবাদ গোলচত্বর থেকে বর্ণিল সাজে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য আবু সাঈদ, হযরত আলী, পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশরাফ হোসেন রুবেল প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আল মামুন, জিয়া মঞ্চের রুবেল আকরামসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আপেল মাহমুদ, তৌহিদুল হক তপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল আজও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের চলমান সংকটে যুবদলই জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবচেয়ে সক্রিয় শক্তি।”
সভায় বক্তারা সম্প্রতি নবীনগর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মকবুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
অনুষ্ঠানের শেষে দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।