ডিএমপিকে কমিটমেন্ট দিলে বিএনপিকে অনুমতি দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যদি কোনও অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে না বলে ডিএমপি কমিশনারকে সন্তুষ্ট করতে পারে, তাহলে তারা অবশ্যই অনুমতি পাবে। নিশ্চয়ই তারা সমাবেশ করতে পারবে। আমরা কোনোটাতেই বাধা দেবো না। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠ ও বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘২৮ অক্টোবর জনসভা। অনেকেই অনেক কথা বলছেন। আমাদের বিএনপি, যাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেছে এ দেশের জনগণ। যারা জঙ্গি ও সন্ত্রাসের উত্থান ঘটিয়ে দেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু আমাদের দেশের মানুষ কোনোদিন সন্ত্রাস ও জঙ্গিবাদ চায় না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। সুন্দর বাংলাদেশ দেখতে চায়। এগিয়ে যেতে চায়। পেছনে ফিরে তাকাতে চায় না।’

তিনি বলেন, ‘বিএনপি নানা ধরনের কর্মকাণ্ড করে দেশকে আবারও অকার্যকর বানাতে ষড়যন্ত্র করছে। কখনও মিছিল, কখনও অবস্থান, কখনও ঢাকার প্রবেশমুখ বন্ধ করে দেবে। কখনও অচল করে দেবে। নানা ধরনের কর্মকাণ্ড করছে। আমরা কখনও কোনও আন্দোলনকে বাধাগ্রস্ত করি না। বন্ধ করি না।’

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ যদি আপনাদের আবারও ভোট দেয়, আবারও আপনারা দেশের শাসনভার নেবেন। এতে আমাদের কোনও আপত্তি নাই। ২০০১ সালে যেভাবেই হোক, আমরা পরাজিত হয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আপনারা যদি মাফ চেয়ে জনগণের ভোটে আবার যদি জয়যুক্ত হতে পারেন, তাহলে ক্ষমতা আসবেন। সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু আপনারা অবস্থান ধর্মঘট করবেন, সবকিছু অচল করে দেবেন, ভাঙচুর করবেন, অগ্নিসংযোগ করবেন, ঢাকা অচল করবেন, এটা হবে না। ঢাকা অচল করে দিলে কী হবে? অনেক লোক ঢাকায় আসতে না পারলে বিদেশে যেতে পারবে না। চিকিৎসাসেবা নিতে পারবে না। সেখানে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের কর্তব্য পালন করবেন। আর আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন, এ ধরনের অরাজকতা করলে রাজনৈতিকভাবে তারাও দেখবেন। আপনারা কমিশনারের কাছে অনুমতি চাইছেন, কমিশনারকে যদি সন্তুষ্ট করতে পারেন, ওয়াদা করেন—কোনও অরাজক পরিস্থিতি সৃষ্টি করবেন না, জনদুর্ভোগ সৃষ্টি করবেন না, নিশ্চয়ই কমিশনার অনুমতি দেবেন। আমরা কোনোটাতেই বাধা দেবো না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশে শেখ হাসিনার কোনও বিকল্প নাই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। সারা বাংলাদেশে এটার ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *