বড়লেখায় নিসচার মানবিক কর্মসূচিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে ছাগল বিতরণ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি অসচ্ছল পরিবারের মাঝে জীবিকা সহায়তা হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর দুপুরে বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিপর্যস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচির মাধ্যমে পরিবারগুলো নতুনভাবে জীবিকা গড়ে তোলার সুযোগ পাবে বলে স্থানীয়দের বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলরা অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনায় জীবন হারানো ব্যক্তিদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তারা মনে করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাময়িক সহায়তার পরিবর্তে দীর্ঘমেয়াদে জীবিকা গঠনের সুযোগ করে দেওয়া একটি কার্যকর পদক্ষেপ।

কর্মসূচির শেষ পর্যায়ে চারটি পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। এছাড়া হিফজ শিক্ষায় অগ্রসর তিন শিক্ষার্থীকে পবিত্র আল-কোরআন প্রদান করা হয়। এরপর নিহতদের মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিসচা বড়লেখা শাখার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং সমাজে মানবিক সহায়তার নতুন মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

বড়লেখায় নিসচার মানবিক কর্মসূচিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে ছাগল বিতরণ

ডিসেম্বর ৭, ২০২৫

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:

জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চারটি অসচ্ছল পরিবারের মাঝে জীবিকা সহায়তা হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর দুপুরে বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিপর্যস্ত পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচির মাধ্যমে পরিবারগুলো নতুনভাবে জীবিকা গড়ে তোলার সুযোগ পাবে বলে স্থানীয়দের বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলরা অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিরা সড়ক দুর্ঘটনায় জীবন হারানো ব্যক্তিদের স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তারা মনে করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাময়িক সহায়তার পরিবর্তে দীর্ঘমেয়াদে জীবিকা গঠনের সুযোগ করে দেওয়া একটি কার্যকর পদক্ষেপ।

কর্মসূচির শেষ পর্যায়ে চারটি পরিবারের হাতে ছাগল তুলে দেওয়া হয়। এছাড়া হিফজ শিক্ষায় অগ্রসর তিন শিক্ষার্থীকে পবিত্র আল-কোরআন প্রদান করা হয়। এরপর নিহতদের মাগফিরাত এবং আহতদের আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিসচা বড়লেখা শাখার এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং সমাজে মানবিক সহায়তার নতুন মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।