ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে উপজেলার ২৯টি পূজা মণ্ডপের প্রতিমা সুরমা নদীসহ নির্ধারিত বিসর্জন স্থানে বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হয়।

উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার, পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ছাতক পৌর শহরের বিউটিফিকেশন চাঁদনীঘাট এলাকায় পৌরসভার ৭টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

পুরো অনুষ্ঠানটি তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফার্মাসিস্ট আফসর উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল আলম মধুসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সকলের সহযোগিতার কারণে দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তারা বলেন, ছাতক সবসময় ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এবং এ উৎসবও তারই প্রমাণ।

পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ করতে সহযোগিতা করায় আমরা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পৌরসভা, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সব সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞ।” তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সবার সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

ছাতকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

অক্টোবর ২, ২০২৫

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলায় শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমাপ্ত হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমী উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে উপজেলার ২৯টি পূজা মণ্ডপের প্রতিমা সুরমা নদীসহ নির্ধারিত বিসর্জন স্থানে বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হয়।

উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, আনসার, পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। ছাতক পৌর শহরের বিউটিফিকেশন চাঁদনীঘাট এলাকায় পৌরসভার ৭টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

পুরো অনুষ্ঠানটি তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর সাধারণ সম্পাদক কালীদাস পোদ্দার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার, ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ফার্মাসিস্ট আফসর উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল আলম মধুসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সকলের সহযোগিতার কারণে দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তারা বলেন, ছাতক সবসময় ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এবং এ উৎসবও তারই প্রমাণ।

পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী বলেন, “শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব শেষ করতে সহযোগিতা করায় আমরা উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পৌরসভা, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সব সম্প্রদায়ের মানুষের প্রতি কৃতজ্ঞ।” তিনি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত সবার সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।